সেপ্টেম্বর মাসেই দুর্গাপুজো। হাতে আর একমাসের কিছু বেশি সময় রয়েছে। পুজোয় কবে কোন ঠাকুরটা দেখবেন সেটার জন্য হাতে মেলা সময় রয়েছে। কিন্তু যেটার জন্য সময় নেই তা হলে শপিং। এখন থেকে শপিং শুরু না করলে শেষ বেলায় গিয়ে দৌড়দৌড়ি আর ভিড়ের মধ্যে পড়তে হবে। এই প্রতিবেদনে দেশে নিন কলকাতার সেরা শপিং ডেস্টিনেশন (Best Places for Shopping in Kolkata)।
Table of Contents
কলকাতার সেরা শপিং ডেস্টিনেশন: কোথায় কেনা যায় সবকিছু?
কলকাতা শুধুমাত্র সাহিত্য, সংস্কৃতি বা রান্নার শহর নয় এটি হলো শপহলিকদের স্বর্গ। এখানে যেমন ব্রিটিশ আমলে তৈরি বাজার রয়েছে, তেমনই রয়েছে আধুনিক মল বা ছোট ব্যবসায়ীর দোকান। আপনার বাজেট যেটাই হোক না কেন, কলকাতা সবার জন্য রয়েছে।
দেখে নিন কলকাতার সেরা শপিং ডেস্টিনেশনগুলি
নিউ মার্কেট বা হগ মার্কেট
এটার আদি নাম হগ সাহেবের মার্কেট হলেও এটি নিউ মার্কেট নামেই জনপ্রিয়। দেশ, বিদেশের যেই প্রান্ত থেকেই মানুষ কলকাতায় আসুন না কেন, একবার নিউ মার্কেটে তিনি যাবেনই।
বলা হয়, নিউ মার্কেটে যেটা পাওয়া যায় না, সেটা কলকাতা বা রাজ্যের কোথাও পাওয়া মুশকিল (Best Places for Shopping in Kolkata)।
এই মার্কেট ব্রিটিশ যুগে শুধুমাত্র সাদা চামড়ার মানুষদের জন্য ছিল। পরে সেটা সকলের জন্য় খুলে দেওয়া হয়। এখানে নথিভুক্ত দোকানের সংখ্যা ২ হাজারেরও বেশি। শাড়ি, ইলেকট্রনিক্স, মুদিখানা থেকে শুরু করে ঘর সাজানো সবকিছুই পাওয়া যায়। পাকা দোকানের পাশাপাশি ফুটপাথেও অনেক দোকান বসে।
কেন এটা সবথেকে আলাদা?
- বাজেট‑ফ্রেন্ডলি, ও সবরকম সামগ্রীর বিশাল সংগ্রহ।
- এরসঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী দোকান। যেমন, Nahoum’s bakery, Nizam’s Mughlai eatery.
কী ভাবে নিউ মার্কেট যাবেন?
মেট্রোতে এসপ্ল্যানেড বা পার্কস্ট্রিট স্টেশনে নেমে বাইরে বেরোলেই আপনি নিউ মার্কেট পাবেন।
গড়িয়াহাট মার্কেট
- দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় বাজার। তবে নিউ মার্কেটের মতো এখানে এক ছাতার তলায় সব নেই। গড়িয়াহাট, গোলপার্কের ফুটপাথে একাধিক দোকান রয়েছে। সব মিলে তৈরি হয়েছে গড়িয়াহাট মার্কেট।
- এখানে শাড়ি থেকে মেহেন্দি, ছোটদের পোশাক, ঘর সাজানো, আচার, সাজার জিনিস সবকিছু পাওয়া যায়।
গড়িয়াহাট মার্কেটের অন্যতম ভালো দিক হচ্ছে এখানে আপনি দরাদরি করতে পারবেন। যে যত ভালো দরাদরি করতে পারেন, তাঁর তত বেশি লাভ। শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে, গড়িয়াহাট ব্রিজের নিচে বসে দাবা খেলাও দেখতে পারেন।

কীভাবে গড়িয়াহাট মার্কেট যাবেন?
- ট্রেনে শিয়ালদা দক্ষিণ শাখায় বালিগঞ্জ স্টেশনে নেমে ২ মিনিটের হাঁটাপথ।
- মেট্রোতে এলে কালীঘাট স্টেশনে নেমে একটা অটো নিয়ে গড়িয়াহাট আসতে হবে। বাসে এলে গড়িয়াহাট বা গোলপার্ক স্টপেজ।
বড়বাজার
এটা ভারতের অন্যতম বড় হোলসেল মার্কে। এখান থেকে জিনিস কিনে লোকে তাদের দোকানে বিক্রি করে। এমজি রোড স্টেশনের পাশে অবস্থিত বড় বাজার। পূর্ব ও উত্তরপূর্ব ভারতের একাধিক জায়গায় গড়িয়াহাট থেকে জিনিস যায়।
তবে একটা বা দুটো জিনিসের জন্য গড়িয়াহাট আদর্শ হবে না। অনেক জিনিস কিনতে গেলে গড়িয়াহাট আদর্শ। অনেক কম দামে পাওয়া যাবে জিনিস।
পেটের মেদ কমানোর উপায়, জেনে নিন 5 পয়েন্টে
দক্ষিণাপন (Dakshinapan Shopping Complex)
- রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা হ্যান্ডক্রাফট ইন্ডিয়া বুকিং কমপ্লেক্স।
- এখানে রয়েছে বিভিন্ন রাজ্যের হস্তশিল্প, হ্যান্ডলুম পোশাক, টেরা কোটা, চামড়ার সামগ্রী, এবং ইমিটেশনের সামগ্রী।
এখানে হাতের কাজের অনেক সামগ্রী পাওয়া যায়। আপনি যদি ঘর সাজাতে ভালোবাসেন, তা হলে এটা আপনার ফেভারিট জায়গা হবে।
কী ভাবে দক্ষিণাপন যাবেন?
শিয়ালদা দক্ষিণ শাখায় ঢাকুরিয়া স্টেশনে নেমে ২ মিনিটের হাঁটাপথ। গড়িয়াহাট থেকে বাস রয়েছে।
সাউথ সিটি মল
দক্ষিণ কলকাতায় অবস্থিত বৃহত্তম মল। ১৩০-এর বেশি দোকান রয়েছে। এর সঙ্গে রয়েছে সিনেমা হল, ফুড কোর্ট। কম দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পাওয়া যায় এখানে।
এছাড়াও মানি স্কয়্যার মল, কোয়েস্ট মল রয়েছে তালিকায়। এখানে জিনিসের দাম কিছুটা হলেও বেশি। ফলে অনেকের কাছে পছন্দ হবে না।
হাতিবাগান মার্কেট
- শ্যামবাজার থেকে কলেজ স্ট্রীট পর্যন্ত রাস্তার নাম বিধান সরণী। এটি হাতিবাগান মার্কেট নামে পরিচিত।
- এই মার্কেটে সিল্ক শাড়ি, ইমিটেশনের অলঙ্কার রয়েছে। গড়িয়াহাটের মতো এখানেও আপনাকে দরদাম করতে হবে।
কলকাতা শপিং করতে এলে কী কী খেয়াল রাখবেন?
- আপনি যদি কলকাতায় আগে শপিং করে থাকেন তা হলে তো কথাই নেই। নতুন হলে সবার আগে মাথায় রাখুন, আপনাকে দরদাম করতে হবে।
- আগে পুরো মার্কেট ঘুরে দেখে নিন আপনার দরকারি জিনিস কোথায় রয়েছে। দাম জিজ্ঞাসা করে নিন।
- এরপর নেমে পড়ুন কিনতে।
- জিনিস কিনে পেমেন্ট করার আগে ভালো করে সেটা দেখে নেবেন, কারণ এখানে জিনিস বদল খুব কম দোকানে হয়। পাশাপাশি ফুটপাথের দোকান হওয়ায় খারাপ জিনিস থাকার সম্ভাবনাও থাকে।
- চেষ্টা করবেন ক্যাশ নেওয়ার। অধিকাংশ দোকানেই অনলাইন চলে না।
- নিজে একটা বড় ব্যাগ রাখবেন, কেনাকাটার পর সেটা নিতে সুবিধা হবে। এখানে সব দোকানে আপনাকে পলিথিন দেবে।
FAQ
কলকাতায় সস্তায় শপিং করার জন্য কোন জায়গা সবচেয়ে ভালো?
নিউ মার্কেট, গড়িয়াহাট, ও হাতিবাগান – এই তিনটি এলাকায় সস্তা ও দরদাম করে কেনাকাটা করা যায়।
কলকাতায় ট্র্যাডিশনাল ও হ্যান্ডলুম শাড়ি কোথায় পাওয়া যায়?
দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট ও কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকায় বিভিন্ন রাজ্যের হ্যান্ডলুম শাড়ি পাওয়া যায়।
নিউ মার্কেট কী করে যাব? নিউ মার্কেটের ম্যাপ
মেট্রোতে এসপ্ল্যানেড বা পার্কস্ট্রিট স্টেশনে নেমে বাইরে বেরোলেই আপনি নিউ মার্কেট পাবেন। বাসে এলে ধর্মতলা বাস স্ট্যান্ড বা নিউ মার্কেট বলতে হবে।
গড়িয়াহাট কী করে যাব?
ট্রেনে শিয়ালদা দক্ষিণ শাখায় বালিগঞ্জ স্টেশনে নেমে ২ মিনিটের হাঁটাপথ।
মেট্রোতে এলে কালীঘাট স্টেশনে নেমে একটা অটো নিয়ে গড়িয়াহাট আসতে হবে। বাসে এলে গড়িয়াহাট বা গোলপার্ক স্টপেজ।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply