কথায় আছে পায়ের তলায় সর্ষে। অর্থাৎ, যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে বা বসতে পারে না। কিন্তু সেটা বদলে যদি হয় পায়ের তলায় নদী? তা হলে বিষয়টা কেমন হয়? আপনি যদি উত্তর পূর্বের দিকে যান, তা হলে একটা স্টেশনে ট্রেন কম করে আধঘণ্টা দাঁড়াবে, সেটা হলো নিউ বঙ্গাইগাঁও। অনেকেই এই স্টেশনে নেমে একটু জিরিয়ে নেন। আপনি কি জানেন, এই নিউ বঙ্গাইগাঁও স্টেশন এমন একটা নজির তৈরি করে বসে আছে যেটা ভারতের আর কোনও স্টেশনের নেই। চেন্নাই সেন্ট্রাল, ছত্রপতি শিবাজি টার্মিনাল বা হাওড়ার মতো বড় স্টেশনগুলোতেও। এই নজির তৈরির নেপথ্যে রয়েছে ভারতীয় রেলের ইঞ্জিনিয়রদের দক্ষতা। কী সেই নজির? জেনে নিন।
নিউ বঙ্গাইগাঁও স্টেশনের নিচে নদী
ভারতে মাত্র একটি স্টেশনের নিচে অবস্থিত নদী। সেটা অসমের নিউ বঙ্গাইগাঁও। এই স্টেশনের নিচে অবস্থিত তুনিয়া নদী। অর্থাৎ, স্টেশন ও রেললাইন অবস্থিত নদীর উপরে।
আরও পড়ুন: ব্যবহার করা হয় শুধু সংষ্কৃত ভাষা, ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে ভারতের এই গ্রাম
তুনিয়া নদী কোথায় অবস্থিত?
অসমের বঙাইগাঁও জেলার নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন (New Bongaigaon Railway Station)-এর নিচে দিয়ে প্রবাহিত হয় তুনিয়া নদী (Tunia River)। আদতে শক্তিহীন নদী হলেও ভৌগোলিক বৈচিত্র্যই তুনিয়া নদীকে অনন্য করে তুলেছে।
কেন বিশেষ এই তুনিয়া নদী?
রেলওয়ে স্টেশনের নিচে নদী: এমন দৃশ্য ভারতে আর কোথাও নেই।
নদীটি স্টেশনের একদম ভিত্তির নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এটিকে ইঞ্জিনিয়ারিং বিস্ময় হিসেবে দেখা হয়।
তুনিয়া নদীর উৎপত্তি কোথায়?
নামে নদী থাকলেও এটা খুব একটা বড় নদী নয়। এটির উৎপত্তি বঙ্গাইগাঁওয়ের ভেরবেরি বিল থেকে। সেখান থেকে এটি উৎপত্তি হয়ে বঙ্গাইগাঁও ও চিরাং জেলার একাধিক জায়গা দিয়ে প্রবাহিত হয়ে চাপামুখে চাপামাটি নদীতে গিয়ে মেশে এবং সেই চাপামাটি নদী মেশে ব্রহ্মপুত্র নদে।
আরও পড়ুন: রাধাকান্ত হয়েছিল শশীকান্ত, চিনে নিন বাঙালির হারিয়ে যাওয়া তবলিয়াকে
তুনিয়া নদী কেবল একটি জলপ্রবাহ নয়, এটি ভারতের ভৌগোলিক ও ইঞ্জিনিয়ারিংয়ের একটা আশ্চর্য। যাত্রীরা যখন নতুন বঙাইগাঁও রেলস্টেশনে দাঁড়ান, তখন হয়তো তারা জানেন না, পায়ের তলায় বয়ে যাচ্ছে একটি আস্ত নদী! তবে সমস্যা একটাই, স্থানীয়দের গাফিলতিতে ধীরে ধীরে বুজে আসছে তুনিয়া নদী।
আরও পড়ুন: মন ছুঁয়ে যাওয়া ঘটনা, ভারতের এই গ্রামের সকলেই করেছেন চক্ষুদানের অঙ্গীকার
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply