হায়দরাবাদ বললে সবার আগে যেটা মাথায় আসে, সেটা হলো চারমিনার। ইতিহাসের অন্যতম প্রাচীন শহর হায়দরাবাদের কেন্দ্রে অবস্থিত এটি। আর চারমিনারের চারপাশে তৈরি হয়েছে একটা বাজার। যা পরিচিত চারমিনার মার্কেট হিসেবে। প্রথমে জিনিসপত্র কেনাকাটার জন্য তৈরি হলেও এটা ধীরে ধীরে দক্ষিণ ভারতের সংষ্কৃতি, ঐতিহ্যে জায়গা করে নিয়েছে এবং ইতিহাসের পাতাতেও নাম তুলেছে। কীভাবে একটা বাজার ইতিহাসের পাতায় জায়গা করে নিল?
চারমিনার মার্কেটের ইতিহাস
ষোলোশো শতকে কুতুব শাহী বংশের রাজা মহম্মদ কুলি কুতুব শাহ হায়দরাবাদ নগরী প্রতিষ্ঠা করেন এবং তার কেন্দ্রে নির্মাণ করেন চারমিনার। এই স্থাপত্যের চারপাশেই সময়ের সঙ্গে গড়ে ওঠে বাজার, যা আজকে চারমিনার মার্কেট নামে পরিচিত। এই বাজার যুগের পর যুগ ধরে ব্যবসা, বাণিজ্য ও সাংস্কৃতিক আদানপ্রদানের কেন্দ্র হয়ে উঠেছে।
কী পাওয়া যায় এই মার্কেটে?
চারমিনার মার্কেট হায়দরাবাদের অন্যতম জনপ্রিয় শপিং স্পট। দেখে নিন এখানে কী কী পাওয়া যায়:
লাক ব্যাঙ্গেলস: এই মার্কেট বিখ্যাত লাড বাজার নামে। এখানে তৈরি হয় রঙিন, ঝকঝকে লাক চুরি। যেটা কীতপতঙ্গদের থেকে নিসৃত একপ্রকার পদার্থ। সেটার সঙ্গে রং মিশিয়ে তৈরি হয় চুরি। এবং পুরোটাই হয় হাতে।
পার্ল জুয়েলারি: হায়দরাবাদকে ‘City of Pearls’ বলা হয়। এখানকার পার্ল জুয়েলারি বিশ্ববিখ্যাত।
হায়দরাবাদি আতর: প্রাকৃতিক উপাদানে তৈরি সুগন্ধি আতর এখানকার জনপ্রিয় পণ্য। এখানকার আতর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
সিল্ক ও খাদি শাড়ি: ঐতিহ্যবাহী সিল্ক এবং খাদি কাপড় পাওয়া যায় হাতের কাছেই।
জুতা, ব্যাগ, হ্যান্ডিক্র্যাফটস: নানান হস্তশিল্প, লেদার পণ্য এবং দেশীয় ডিজ়াইনের জিনিসপত্র সহজলভ্য।
চারমিনারের বিখ্যাত খাবার
বাজার ঘুরতে ঘুরতে খিদে পেলে আপনি পেয়ে যাবেন হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানি, ইরানি চা, ওসমানিয়া বিস্কুট, মিরচি ভাজ্জি এবং হালিম। হায়দরাবাদ মানেই খাবার, আর চারমিনার মার্কেটে গেলে আপনার খিদে পেতে বাধ্য।
কেন জনপ্রিয় চারমিনার মার্কেট?
- ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ
- সাশ্রয়ী দামে মানসম্পন্ন জিনিস
- পর্যটক ও স্থানীয়দের মিলনস্থল
- ছবি তোলার জন্য চমৎকার লোকেশন
তবে চারমিনার মার্কেটে গেলে খেয়াল রাখতে হবে একাধিক বিষয়। অনেক অসাধু ব্যবসায়ী নকল মুক্ত বিক্রি করে দিতে পারেন। পাশাপাশি শাড়ি বা জুয়েলারির দিক থেকে অনেক ভেজাল জিনিস মেলে। এক্ষেত্রে একটু সতর্ক হওয়া দরকার।
চারমিনার মার্কেট শুধু একটি বাজার নয় — এটি হায়দরাবাদের প্রাণ, ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনের প্রতিচ্ছবি। যারা হায়দরাবাদ ভ্রমণে যাচ্ছেন, তাদের মাস্ট ভিজ়িট লিস্টে জায়গা পেতে পারে এটি।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply