আপনার নাম কী? এই প্রশ্নটা আপনাকে কেউ করলে আপনি উত্তরে জানাবেন আপনার নাম। কেউ শুধু নাম জানান, আবার কেউ পদবীসহ জানান। কিন্তু কাউকে তাঁর নাম জিজ্ঞাসা করলে উত্তরে সে যদি শিস দেয় তাহলে আপনার উত্তর কী হবে? কিছুটা কনফিউসড হলেন তো? মেঘালয়ের কোংথং নামে একটি গ্রাম আছে যেখানকার বাসিন্দাদের ডাকা হয় শিস দিয়ে, অর্থাৎ তাদের নাম শিস দিয়ে। চলুন জেনে নিন এই গ্রামের ব্যাপারে।
কোথায় অবস্থিত মেঘালয়ের কোংথং গ্রাম?
কোংথং গ্রাম অবস্থিত ভারতের উত্তর-পূর্ব রাজ্য মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায়। শিলং থেকে প্রায় ৫৫ কিমি দূরে এই গ্রামটি। পাহাড়ে ঘেরা, মেঘে ঢাকা এই গ্রাম যেন এক জীবন্ত রূপকথা।
নাম নয়, শিসেই মেলে পরিচয়
এই গ্রামের সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এখানে একজন অন্যকে ডাকে শিস দিয়ে। প্রতিটি শিশুর জন্মের পর মা একটি সুর বানান। সেই সুর হয় তার শিসনাম। এই বিশেষ ধ্বনিতেই তাকে ডাকা হয়। তবে এই সুর প্রতিটা শিশুর জন্য হয় আলাদা। অর্থাৎ, এক সুর অন্য সুরের সঙ্গে মেলে না।
শিসের ভাষা, ‘জিংরাই’
এখানকার স্থানীয় খাসি ভাষায় এই সুরনামকে বলা হয় জিংরাই। জিংরাই মানে গান বা সুর। প্রতিটি মানুষের জিংরাই আলাদা। এই ধারা চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এক প্রজন্ম, পরের প্রজন্মকে সেই কাজে পটু করে তুলছে।
কেন শিস দিয়ে ডাকে?
প্রাচীনকালে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা। চিৎকারে দূরে শব্দ যেত না। তখন শিসের মাধ্যমে দ্রুত বার্তা পৌঁছানো হতো। এই প্রথাই এখন হয়ে উঠেছে সংস্কৃতি।
UNESCO-র স্বীকৃতি
UNESCO কোংথং গ্রামকে Intangible Cultural Heritage তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
পর্যটনের কেন্দ্র হয়ে উঠেছে
বর্তমানে কোংথং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অনেকে আসেন এই গ্রামে ‘শিসসংস্কৃতি’ নিজের চোখে দেখতে। স্থানীয়রা পর্যটকদের জন্য হোমস্টে চালু করেছেন। স্থানীয় খাবার, গান আর প্রকৃতি — এক অনন্য অভিজ্ঞতা।
কীভাবে যাবেন মণিপুরের শিস গ্রাম কোংথংয়ে?
নিকটতম শহর: শিলং
শিলং থেকে দূরত্ব: প্রায় ৫৫ কিমি
যাতায়াতের মাধ্যম: ট্যাক্সি বা বাইক ভাড়া করে যাওয়া যায়
কোংথং শুধু একটি গ্রাম নয়, এ যেন মানবিক সঙ্গীতের এক জীবন্ত উদাহরণ। নাম নয়, সম্পর্কের সুরে গড়ে ওঠে পরিচয়। এটাই কোংথং-এর আসল জাদু।
আরও গল্প জানুন: বিশ্বাসে মিলায় বস্তু… এই শহরে চলছে দোকানি ছাড়াই দোকান
ঐতিহ্য ও বৈচিত্র্যের মিলনস্থল, হায়দরাবাদের চারমিনার মার্কেট
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply