সামনেই পুজো আসছে, আর পুুজো মানে নতুন জামা। গত কয়েক বছরে নতুন জামার সঙ্গে যুক্ত হয় নতুন ফোন বা ঘড়ি। তবে সাধ থাকলেও অনেকের সাধ্য থাকে না। পুজোর সময় অনেক কোম্পানি যেমন অফার দেয় তেমনই অনেক নতুন মডেলও আসে। জেনে নেওয়া যাক ২০ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন যা ২০২৫ সালে দারুণ পারফর্ম করছে। পুজোয় আপনার নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে এই কপিটা আপনার জন্য।
Redmi Note 13 5G
ফিচার
- ডিসপ্লে: 6.67 ইঞ্চি FHD+ AMOLED, 120Hz রিফ্রেশ রেট
- প্রসেসর: MediaTek Dimensity 6080
- RAM/Storage: 6GB/8GB RAM, 128GB/256GB স্টোরেজ
- ক্যামেরা: 108MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর, 16MP ফ্রন্ট
- ব্যাটারি: 5000mAh, 33W ফাস্ট চার্জিং
- OS: MIUI 14 based on Android 14
Redmi Note 13 5G রিলিজ়ের তারিখ
জানুয়ারি ২০২৫
Redmi Note 13 5G কেন কিনবেন?
এই বাজেটে 5G কানেক্টিভিটি, সুপার AMOLED ডিসপ্লে আর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা একসঙ্গে পাওয়া বিরল। গেমিং বা ভিডিয়ো স্ট্রিমিং — দুই ক্ষেত্রেই পারফেক্ট।
Redmi Note 13 5G-র দাম
১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। প্ল্য়াটফর্ম অনুযায়ী, ব্যাঙ্কের কার্ডে বাড়তি ছাড় আছে।
Redmi Note 13 5G কোথায় কিনবেন?
দেখে নিন কিছু ইউটিউবারের রিভিউ
Gyan Therapy: Redmi Note 13 5G Full Review
Realme Narzo 70 Pro 5G
ফিচার
- ডিসপ্লে: 6.7 ইঞ্চি AMOLED, 120Hz
- প্রসেসর: MediaTek Dimensity 7050
- RAM/Storage: 8GB RAM, 128GB স্টোরেজ
- ক্যামেরা: 50MP Sony IMX890 প্রাইমারি, 8MP আলট্রা-ওয়াইড, 2MP ম্যাক্রো
- ব্যাটারি: 5000mAh, 67W SUPERVOOC চার্জিং
- OS: Realme UI 5.0, Android 14
প্রকাশের তারিখ
মার্চ ২০২৫
Realme Narzo 70 Pro 5G কেন বেস্ট?
সোনি IMX890 ক্যামেরা সেন্সর এই বাজেটে খুব কম দেখা যায়। ছবি আর ভিডিয়ো স্টেবিলাইজেশন দারুণ। ৬৭ ওয়াট চার্জিংও স্পিডি।
Realme Narzo 70 Pro 5G-র দাম
১৮,৯৯৯ টাকা। প্ল্য়াটফর্ম অনুযায়ী, ব্যাঙ্কের কার্ডে বাড়তি ছাড় আছে।
Realme Narzo 70 Pro 5G কোথায় কিনবেন?
ইউটিউবাররা কী বলছেন?
Trakin Tech: Narzo 70 Pro 5G Unboxing & Real Camera Test
Gyan Therepy: Realme Narzo 70 Turbo
Samsung Galaxy F55 5G
ফিচার হাইলাইট
- ডিসপ্লে: 6.6 ইঞ্চি sAMOLED, 120Hz
- প্রসেসর: Snapdragon 7 Gen 1
- RAM/Storage: 8GB RAM, 128GB স্টোরেজ
- ক্যামেরা: 64MP OIS প্রাইমারি, 8MP আলট্রা-ওয়াইড, 2MP ডেপথ
- ব্যাটারি: 5000mAh, 25W ফাস্ট চার্জিং
- OS: One UI 6.0, Android 14
Samsung Galaxy F55 5G রিলিজ়ের তারিখ
এপ্রিল ২০২৫
Samsung Galaxy F55 5G কেন বেস্ট ফোন?
স্যামসাংয়ের AMOLED ডিসপ্লে মানেই কালার একদম প্রাণবন্ত। OIS থাকায় এটা ভিডিয়ো করার সময় ক্যামেরা নড়লে সেটা ভিডিয়োয় বুঝতে দেয় না। Snapdragon 7 Gen 1 চিপ গেমিং-এ ভালো পারফর্ম করে।
Samsung Galaxy F55 5G-এর দাম
২০,০০০ টাকা। এরসঙ্গে ডিস্কাউন্ট পাবেন।
কোথায় কিনবেন
রিভিউ জেনে নিন ইউটিউবারদের থেকে
Sillicorns: Samsung Galaxy F55: A Good Option Under ₹25,000?
Techno Ruhez: Samsung Galaxy F55 Unboxing
POCO X6 5G
ফিচার
- ডিসপ্লে: 6.67 ইঞ্চি AMOLED, 120Hz
- প্রসেসর: Snapdragon 7s Gen 2
- RAM/Storage: 8GB RAM, 256GB স্টোরেজ
- ক্যামেরা: 64MP OIS মেইন, 8MP আলট্রা-ওয়াইড, 2MP ম্যাক্রো
- ব্যাটারি: 5100mAh, 67W চার্জিং
- OS: MIUI 14 (HyperOS update)
POCO X6 5G কবে রিলিজ় করেছে?
ফেব্রুয়ারি ২০২৫
POCO X6 5G কেন বাকিদের থেকে এগিয়ে?
গেমিং হেভি ইউজ়ারদের জন্য সেরা চয়েস। বড় RAM-স্টোরেজ, Snapdragon 7s Gen 2 প্রসেসর আর ৬৭ওয়াট চার্জিং — এক কথায় কম্প্লিট প্যাকেজ।
এর দাম ১৯,৯৯৯ টাকা। সঙ্গে ডিস্কাউন্টও পাবেন।
POCO X6 5G কোথায় কিনবেন?
রিভিউ
Technology Gyan: POCO X6 Real Review
GSMArena Official: POCO X6 Review
Motorola Edge 50 Fusion
ফিচার
- ডিসপ্লে: 6.55 ইঞ্চি pOLED, 144Hz
- প্রসেসর: Snapdragon 7 Gen 2
- RAM/Storage: 8GB RAM, 128GB স্টোরেজ
- ক্যামেরা: 50MP OIS মেইন, 13MP আলট্রা-ওয়াইড, 32MP সেলফি
- ব্যাটারি: 5000mAh, 68W TurboPower
- OS: Android 14, 2 OS updates guaranteed
Motorola Edge 50 Fusion-এর রিলিজ় তারিখ
মে ২০২৫
Motorola Edge 50 Fusion কেন বেস্ট
মোটোরোলা ফোন মানেই ক্লিন স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স। Edge 50 Fusion এর 144Hz pOLED ডিসপ্লে গেমিং ও ভিডিয়ো দেখার অভিজ্ঞতা বদলে দেয়। সঙ্গে রয়েছে ৬৮ওয়াট চার্জিং।
Motorola Edge 50 Fusion-এর দাম ১৯,৯৯৯ টাকা। ভ্যারিয়েন্ট অনুযায়ী দামে বদল আছে।
কোথায় কিনবেন
কে কী বলছে?
Trakin Tech: Reivew
Technology Gyan: Reivew
২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কেনার আগে কী কী বিষয় মাথায় রাখবেন?
- Always 5G ready phone বেছে নিন
- অন্তত ৬GB RAM, 128GB Storage রাখুন, বর্তমানে আনলিমিটেড ইন্টারনেটের যুগে কম স্টোরেজ ফোন খুব ভোগাবে
- AMOLED বা pOLED ডিসপ্লে হলে কালার একুরেসি ভালো হবে
- ব্যাটারি ৫০০০mAh আর ফাস্ট চার্জিং থাকলে ব্যবহারে সুবিধা হয়
- সর্বশেষ Android OS আর ২-৩ বছরের আপডেট পাবেন এমন ফোন দেখে নিন, কারণ যত বেশিদিন আপডেট তত বেশিদিন সেটা চলার গ্যারান্টি
বাজেট স্মার্টফোনের জগতে Redmi, Realme, Samsung, POCO আর Motorola এর এই পাঁচটি মডেল ২০২৫ সালে দারুণ ফিচার ও পারফরম্যান্স দিয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী গেমিং, ক্যামেরা বা ব্যাটারি লাইফ বেছে নিয়ে কিনুন।
তথ্যসূত্র:
Official brand sites: Redmi India, Realme India, Samsung India, Motorola India
Tech YouTubers: Technical Guruji, Trakin Tech, Geekyranjit
GSMArena & Smartprix Specs
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply