Cyber Security Tips: ফেসবুক থেকেও ছড়াতে পারে বিপদ, অনলাইনে সেফ থাকতে মেনে চলুন 7 টিপস

cyber security tips

কথায় আছে, ‘যদি কোনও কিছু ফ্রি হয়, তা হলে আপনিই পণ্য’। অর্থাৎ, আপনি যেটা বিনামূল্যে পাচ্ছেন, সেটা আদতে বিনামূল্যে নয়। যেমন ফেসবুক, গুগল থেকে আপনি যেই সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো বিনামূল্যে হলেও আদতে তার বদলে আপনি পেমেন্ট করছেন আপনার তথ্য দিয়ে। আর যেখানে আপনার তথ্য থাকবে সেখানে নিজের ডেটা সুরক্ষা বড় হয়ে দাঁড়ায়। অনলাইনে কী ভাবে রক্ষা করবেন নিজের ডেটাকে (Cyber Security Tips)?

সাইবার সিকিউরিটি বা ডিজিটাল নিরাপত্তা এখন শুধু বিজ্ঞানী বা প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, এটা এখন সকলের সঙ্গেই যুক্ত। যেহেতু আমরা প্রত্যেকেই অনলাইনের সঙ্গে কম বেশি যুক্ত তাই এটার গুরুত্ব অনেক বেশি।

কীভাবে দৈনন্দিন জীবনে অনলাইনে নিজের ডেটা সুরক্ষিত রাখবেন? (Cyber Security Tips)

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

অনলাইনে আপনার প্রোফাইলকে যদি একটা বাড়ি ধরা হয় তা হলে পাসওয়ার্ড হচ্ছে সেই বাড়িতে প্রবেশের চাবি। ফলে যেই বাড়ির চাবি যত বেশি শক্তিশালী সেই বাড়ি তত বেশি সুরক্ষিত (cyber security tips)।

  • তাই প্রতিটি অ্যাকাউন্টে আলাদা আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
  • পাসওয়ার্ডে বড় ও ছোটহাতের অক্ষর, সংখ্যা ও ইমোজি ব্যবহার করুন
  • একটা নির্দিষ্ট সময় পর পাসওয়ার্ড পরিবর্তন করুন
  • অনলাইনে অনেক পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ আছে যেগুলো সুরক্ষিত। সেখানে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে পাসওয়ার্ড যদি আপনি লিখে রাখতে পারেন

Two‑Factor Authentication বা 2FA চালু রাখুন

  • শুধু পাসওয়ার্ডের নির্ভর না করে টু স্টেপ বা মাল্টি‑ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন
  • এই পদ্ধতিতে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনাকে একটা OTP, অ্যাপ কোড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এতে আপনার পাসওয়ার্ড কোনও কারণে লিক হয়ে গেলেও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে
online data security

সফটওয়্যার ও ডিভাইস আপডেটেড রাখুন

  • আপডেট না করা সফটওয়্যার দিয়ে বেশিরভাগ সময়ে হ্যাকাররা আক্রমণ করে
  • মোবাইলের সিকিউরিটি ভার্সন, অপারেটিং সিস্টেম, ব্রাউজ়ার নিয়মিত আপডেট করুন
  • এক্ষেত্রে অটোমেটিক আপডেট চালু রাখা দরকার

ফিশিং থেকে সতর্ক থাকুন

  • সব ফিশিং ভালো নয়। ফিশিংয়ের মানে মাছ ধরা যতক্ষণ ততক্ষণ ঠিক আছে। এর বাইরে হলেই বিপদ
  • ইন্টারনেটের দুনিয়ায় ফিশিং হচ্ছে ভুয়ো লিঙ্ক
  • মেসেজ বা ইমেইলে কোনও লোভনীয় অফার বা বিপুল সুবিধার প্রস্তাব এলে অপেক্ষা করুন, সেটাকে ভেরিফাই করুন সংশ্লিষ্ট সংস্থায় ফোন করে
  • যেমন আপনার কাছে যদি ব্যাঙ্কের নামে মেসেজ আসে এবং সেখানে একটা লিঙ্কে ক্লিক করতে যদি বলা হয়, তা হলে সেটা ফিশিং
  • এই কারণে সন্দেহজনক ইমেইল ও লিঙ্ক থেকে দূরে থাকুন

জলের দরে ফোন, রয়েছে WhatsApp, Facebook, কোথায় পাবেন? জানুন বিস্তারিত

পাবলিক Wi‑Fi থেকে সুরক্ষা

  • ক্যাফে, বিমানবন্দর, হোটেল সব জায়গায় Wi‑Fi ফ্রি-তে পাওয়া যায়
  • আর এটাই বিপদ ডেকে আনছে
  • চেষ্টা করুন পাবলিক ওয়াইফাই ব্যবহার না করতে
  • যদি হাতে বিকল্প না থাকে তা হলে কোনও অনলাইন পেমেন্ট বা গুরুত্বপূর্ণ অ্য়াকাউন্ট লগইন করবেন না

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সাবধানতা

এখন প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটান। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শোয়ার আগে পর্যন্ত সোশ্য়াল মিডিয়া হয় সঙ্গী।
এটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাই সতর্ক হোন। (Cyber Security Tips)

  • সোশ্যাল মিডিয়ায় আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
  • অনেকে ডেইলি ভ্লগ বানান, সেটাও করবেন না, এটা থেকে ফিশিং হতে পারে
  • প্রাইভেসি সেটিংস আপডেট রাখুন, অচেনা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না

কেউ ঘুণাক্ষরেও টের পাবে না আপনার ব্রাউজ়িং হিস্ট্রি, আজই ইন্সটল করুন এই অ্যাপ

ডিভাইস নিরাপদ রাখতে কী করবেন

শুধু অনলাইনে অ্যাপ বা ওয়েবসাইটের থেকে সুরক্ষিত থাকলেই হবে না। আপনার ডিভাইসগুলোকেও নিরাপদ রাখতে হবে। মোবাইল ও ল্যাপটপে লক চালু করুন।
ফোন বা ল্যাপটপ হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত ব্যাঙ্ক, ইমেইল, সোশ্যাল অ্যাকাউন্ট থেকে লগআউট করুন
পুরনো ডিভাইস বিক্রি করার আগে ফ্যাক্টরি রিসেট করুন

ডেটা ব্যাকআপ ও এনক্রিপশন

গুরুত্বপূর্ণ ফাইল ও ডকুমেন্ট নিয়মিত ব্যাকআপ করুন। হ্য়াকার হানা হলে আপনার ডেটা লক করে রেখে টাকা চাইতে পারে। তাই নিয়মিত অনলাইন বা অফলাইনে আপনার ডেটা সেভ করুন
অতি গুরুত্বপূর্ণ ফাইল লক করে রাখুন

অনলাইনে তথ্যের সুরক্ষা

হ্যাক হয়েছে সন্দেহ হলে দ্রুত পদক্ষেপ

  • কোনও ডেটা লিকের ঘটনা ঘটলে নিজের থেকে সেই সাইটে লগইন করবেন না
  • সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করুন
  • পাসওয়ার্ড পরিবর্তন, 2FA চালু করা
  • ক্রেডিট রিপোর্ট প্রত্যেক মাসে চেক করুন, কোনও অবাঞ্ছিত লোন দেখলেই রিপোর্ট করুন

শেষে আর একবার ঝালিয়ে নিন

অনলাইনে সুরক্ষিত থাকতে কী কী করবেন

  • শক্তিশালী পাসওয়ার্ড + 2FA
  • নিয়মিত সফটওয়্যার আপডেট
  • ফিশিং ও পাবলিক Wi‑Fi এ সতর্কতা
  • ডেটা ব্যাকআপ ও এনক্রিপশন
  • সচেতনতা গড়ে তোলা এবং ডেটা ভাগ না করা


Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply