বর্তমানে নতুন যেই মোবাইলগুলো আসছে সেখানে যোগ করা হচ্ছে AI। শুধু মোবাইল নয়, বিভিন্ন অ্যাপেও ব্যবহার করা হচ্ছে AI। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স দিয়ে মানুষের জীবনকে আরও সহজ করা হচ্ছে। নোট নেওয়া থেকে শুরু করে রিমাইন্ডার সেট, সবকিছুই করা হচ্ছে এই AI দিয়ে। সেই তালিকায় নতুন যোগ গুগলের Gemini.
জেনে নিন Google Gemini-র ব্যাপারে
Google Gemini কী?
Google Gemini হল Google-এর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাসিস্ট্যান্ট, যা অতীতের Google Assistant-এর থেকেও অনেকটা এগিয়ে। Google Assistant-এর মতো এখানে শুধু প্রশ্নোত্তর হয় না। একে দিয়ে দৈনন্দিন কাজও করানো যায়।
কী কী ফিচার আছে Gemini-তে?
AI চ্যাট: ঠিক ChatGPT-র মতো আপনি Gemini-র সঙ্গে বাংলা, ইংরেজি বা হিংলিশে কথা বলতে পারেন।
ইমেইল লেখা ও সারাংশ তৈরি: Gmail বা Google Docs-এ অটো ইমেইল বা ডকুমেন্ট লিখে দিতে পারে। এক্ষেত্রে আপনাকে বলতে হবে আপনি কীরকম ইমেইল চাইছেন বা কাকে কী বিষয়ে লিখতে চাইছেন।
ছবি ও ভিডিয়ো ব্যাখ্যা: আপনি কোনও ছবি বা ভিডিয়ো দিলেই Gemini সেটি বিশ্লেষণ করে বুঝিয়ে দেবে। এটা ফেক ভিডিয়ো বা ছবি বাছাইয়ের ক্ষেত্রে কার্যকরি।
যেকোনও অ্যাপে কাজ: YouTube, Google Maps, Chrome সহ অনেক অ্যাপে সরাসরি ইনটিগ্রেটেড। গুগলের নিজস্ব অ্যাপগুলোতে Gemini যোগ করা হয়েছে।
কোন কোন ফোনে ব্যবহার করা যাবে?
Google Pixel 8 সিরিজ় ও পরবর্তী মডেলগুলোতে Gemini যোগ করা হয়েছে। অন্য সংস্থার ফোনগুলোর মধ্যে Android 14-এর উপর থাকা কিছু হাই-এন্ড ফোনে (Samsung Galaxy S24 সিরিজে আগে থেকেই পাওয়া যাচ্ছে) রয়েছে। সময় যত এগোচ্ছে তত বেশি সংস্থা AI অ্যাসিসটেন্ট যোগ করছে।
আদৌ সেফ Google Gemini?
Gemini Google-এর নিজস্ব নিরাপদ মডেলে চলে। আপনার পার্সোনাল তথ্য থাকবে এনক্রিপ্টেড ও সুরক্ষিত।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
চুপিসারে গুগল আপনার গোপন কথা শুনছে? জানুন কী ভাবে বন্ধ করবেন - চুপিসারে গুগল আপনার গোপন কথা শুনছে?
[…] […]