চুপিসারে গুগল আপনার গোপন কথা শুনছে? জানুন কী ভাবে বন্ধ করবেন

a smartphone with humanlike ear

ধরুন আপনি এবং আপনার এক বন্ধু গোয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। লম্বা আলোচনা, ফ্লাইটের টিকিট, হোটেল, গোয়ার বিচ নিয়ে আলোচনা সেরে বাড়ি ফিরলেন। বিছানায় হাল্কা শরীরটা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে যেই ফেসবুকটা খুললেন সেখানে দেখা গেল গোয়ায় যাওয়ার ফ্লাইট ভাড়া সংক্রান্ত বিজ্ঞাপন, হোটেল সংক্রান্ত বিজ্ঞাপন। রিলসেও তাই। অথচ আপনি কিছুই সার্চ করেননি, তাও কী ভাবে সম্ভব হলো এটা? এটা কি জাদু? না নজরদারি? গুগল বা মেটা আমাদের কথা শুনছে না তো?

এই সমস্যাটা আমাদের পরিচিত অনেকেই কম বেশি ফেস করে থাকেন। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাঁরা। এটা কিছুক্ষেত্রে যেমন সুবিধার, তেমনই অধিকাংশ ক্ষেত্রে এটা চিন্তার। আপনার গোপন কথা কেউ শুনছে। চলুন জেনে নিই বিস্তারিত-

গুগল বা মেটা কীভাবে আপনার কথা শোনে?

আমরা যখন গুগল অ্যাসিস্ট্যান্ট বা Android ডিভাইসে “Hey Google” বা “OK Google” বলে কোনও কম্যান্ড দিই, তখন ফোনের মাইক্রোফোন সক্রিয় হয়ে আমাদের কথা শোনে। আমরা কোনও নির্দেশ দিলে সেটা করে দেয়। গুগল এই ভয়েস ডেটা ব্যবহার করে তাদের পরিষেবা আরও উন্নত করে। তবে সমস্যা হয় তখন, যখন অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আপনার কথোপকথনের অংশ রেকর্ড হয়ে যায়।

a910d418 7123 4bc4 aa3b ef7e25e74ae6.60c498c559810aa0

কোন কোন অ্যাপ গোপনে মাইক্রোফোন ব্যবহার করে?

  • Google App
  • YouTube
  • Google Maps
  • Facebook এবং Instagram
  • Smart Speaker (Google Nest, Amazon Alexa)

এই অ্যাপগুলি “মাইক্রোফোন পারমিশন” নেওয়ার পর যখন তখন আপনার ভয়েস শুনতে পারে।

কীভাবে বুঝবেন গুগল আপনার কথা শুনেছে বা শুনছে?

উপরে যেটা লিখলাম। আপনি বন্ধুর সঙ্গে গোয়া যাওয়া নিয়ে আলোচনা করলেন আর আপনার ফিডে চলে এল সেই সংক্রান্ত পোস্ট। তার মানে আপনার কথা শোনা হচ্ছে। যে আপনি যেই ভাষায় কথা বলুন না কেন।

আরও পড়ুন: Gemini, নতুন AI অ্যাসিস্ট্যান্ট যা বদলে দেবে আপনার ফোনের ব্যবহার

কীভাবে গুগল থেকে আপনার কথা শোনা বন্ধ করবেন?

আপনি যখন অ্যান্ড্রয়েড ফোন কিনে সেখানে আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করছেন, তখনই পারমিশন চলে যাচ্ছে কথা শোনার। আমরা অনেকেই শর্ত না পড়ে অ্যাকসেপ্ট করি। সেখানেই লেখা থাকে। তবে চিন্তা নেই। সেটা বন্ধও করা যায়। দেখে নিন পদ্ধতিগুলো

  • গুগল অ্যাকাউন্ট সেটিংস এ যান: [https://myaccount.google.com] খুলুন
  • Data & Privacy সেকশন খুলুন
  • এখানে “Web & App Activity”-তে ক্লিক করুন
  • Voice & Audio Activity বন্ধ করুন
  • “Include voice and audio recordings” অপশনটি বন্ধ করে দিন
  • মাইক্রোফোন পারমিশন রিভিউ করুন

আপনার ফোনের Settings → Apps → Permissions → Microphone-এ যান এবং যেসব অ্যাপ আপনার অনুমতি ছাড়াই মাইক্রোফোন ব্যবহার করছে, সেগুলি বন্ধ করে দিন।

Google অ্যাসিস্ট্যান্ট বন্ধ করুন (যদি দরকার মনে করেন): Settings → Google → Settings for Google Apps → Search, Assistant & Voice → Google Assistant → General → Turn Off

গুগল আমাদের কথা শুনছে এমন অভিযোগ থাকলেও এটা কিন্তু অভিযোগের পর্যায়ে আছে। তারা স্বীকার করেনি এই বিষয়ে। সরকারের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে কথায় আছে না সাবধানের মার নেই। তাই রাস্তা বন্ধ রাখাই ভালো।



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply