বর্তমানে ভারতে iPhone ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। অ্যান্ড্রয়েডের বাজারে থাবা বসিয়েছে অ্যাপল। এর অন্যতম কারণ EMI, একজন্যই অনেকেই এই প্রিমিয়াম ফোন কিনতে পারছেন। এরসঙ্গে পাল্লা দিয়ে অ্যাপল সংস্থাও iPhone-এর নতুন আপডেট আনছে। আপনিও কি প্ল্যান করছেন আইফোন কেনার? তা হলে এটা আপনার জন্য।
বর্তমানে অনলাইন বা অফলাইন সব জায়গায় iPhone-এর চোখ ধাঁধানো সেল চলছে। ছাড়, ফ্রি গিফটের দৌড়ে ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। অনেকে অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোন কিনছেন। কিন্তু সত্যিই কি দরকার iPhone-এর? কেনার আগে নজর রাখুন এগুলোর দিকে-
Table of Contents
আইফোন কেন এত জনপ্রিয়
আইফোন বিশ্বজুড়ে শুধু ফোন নয়, এটা অনেকের কাছে স্ট্যাটাস সিম্বল। এত মানুষ iPhone পছন্দ করার, মূল কারণ হলো
- প্রিমিয়াম ডিজ়াইন ও বিল্ড কোয়ালিটি
- অপারেটিং সিস্টেম হিসেবে iOS এর স্মুদ পারফর্ম্যান্স
- অ্যাপল এর ecosystem
- শক্তিশালী ডাটা প্রাইভেসি ও সিকিউরিটিদীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট
যারা একবার আইফোন ব্যবহার করেছেন, তারা সাধারণত Android এ ফিরে যেতে চান না। এর বড় কারণ হলো Apple এর ইকোসিস্টেম। আপনার যদি MacBook, iPad, Apple Watch থাকে, তাহলে iPhone এর সঙ্গে সব device অসাধারণভাবে কানেক্ট করা থাকে।
মিড রেঞ্জের রাজা, বাজারে এল OnePlus Nord 5, জানুন দাম, ফিচার্স
বর্তমানে ভারতে Official এবং Unofficial দু’ধরনের iPhone পাওয়া যায়। Official মানে Apple Authorised Reseller থেকে কেনা, যেখানে গ্লোবাল ওয়ারেন্টি থাকে। আর Unofficial মানে Grey Market থেকে আনা সেট, যেখানে ওয়ারেন্টি সীমিত বা একেবারেই থাকে না।
iPhone-এর দাম সাধারণ ১ লাখ বা তার কাছাকাছি হয়, অনেক সময়ে ১ লাখ টাকার বেশি হয় আইফোনের দাম। এত দাম হওয়া সত্ত্বেও এর চাহিদা প্রতি বছর বাড়ছে।
আইফোন কেনার আগে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন
যেকোনও দামি প্রোডাক্ট কিনতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। আইফোনের ক্ষেত্রে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো গুরুত্ব সহকারে না দেখলে টাকা খরচ জলে যাবে। আইফোন কিনবেন কিন্তু সেটা কাজে লাগাতে পারবেন না।
আপনার আসল প্রয়োজন বুঝুন
কেনার আগে ভেবে দেখুন আপনি কী কারণে আইফোন নিতে চান
- আপনি যদি Apple Ecosystem ব্যবহার করেন, তাহলে iPhone আপনার Mac বা iPad এর সঙ্গে ভালোভাবে কাজ করবে। এতে আপনার দৈনন্দিন কাজ খুব সহজে ও দ্রুত গতিতে হবে।
- শুধু social media browsing, casual photography বা সাধারণ ব্যবহারের জন্য যদি ব্যবহার করেন, তা হলে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ iPhone কিনবেন না। এতে টাকা জলে যাবে। এক্ষেত্রে iPhone-এর বদলে মিড রেঞ্জের Android যথেষ্ট হতে পারে।
- যদি হেভি গেমিং, উচ্চমানের ভিডিয়ো শ্যুট বা ভারী কোনও কাজ করেন তখন Pro বা Pro Max সিরিজ় গুরুত্বপূর্ণ।
ফলে কেনার আগে সিদ্ধান্ত নিন, ঠিক কোন কাজে আপনি ফোন ব্যবহার করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।
পুজোয় এ বার নতুন ফোন? ২০ হাজারের নিচে দেখে নিন সেরা বিকল্পগুলো
Budget ঠিক করুন এবং EMI বিকল্প যাচাই করুন
আইফোন এর দাম যথেষ্ট বেশি। তাই এই বিষয়গুলি খেয়াল রাখুন-
- আপনার এককালীন বাজেট কত, মানে হাতে কত টাকা আছে
- এরপর EMI-এর দিকে ঝুঁকবেন
- দেখে নেবেন EMI-এর অঙ্কটা প্রতিমাসে আপনি দিতে পারছেন কি না
- কম দামে কোনও iPhone পেলে মাথায় রাখবেন সেটা আসল নাও হতে পারে
আইফোনের স্টোরেজ কত নেবেন সেটা ঠিক করুন
আইফোনে এ microSD কার্ড সাপোর্ট নেই। ফলে স্টোরেজ ফিজ়িক্যালি বাড়ানো যায় না। তাই অনলাইনে কিনতে হয়। এক্ষেত্রে স্টোরেজ খুব গুরুত্বপূর্ণ।
- ১২৮GB: হালকা ব্যবহারের জন্য
- ২৫৬GB: বেশি ছবি ভিডিয়ো রাখেন তাঁদের জন্য
- ৫১২GB বা ১TB: 4K ভিডিও শ্যুট বা ভিডিয়ো এডিট করলে
iPhone-এর ক্যামেরা স্পেসিফিকেশন যাচাই করুন
সব iPhone মডেলের ক্যামেরা এক নয়। Pro সিরিজের ক্যামেরা অনেক ভালো। আপনি ভালো ক্যামেরা কিনলেন, কিন্তু দেখা গেল আপনি সেরকম ছবি তোলেন না। এতে টাকা বেকার ইনভেস্ট হয়ে থাকবে।
যদি photography বা vlogging করেন, তাহলে Pro মডেল উপযুক্ত।
আইফোনের ব্যাটারি পারফরম্যান্স খেয়াল রাখুন
- আইফোনের ব্যাটারি সাধারণত Android এর তুলনায় ছোট হয় কিন্তু optimization ভালো থাকে
- Pro Max মডেলগুলোর ব্যাটারি লাইফ বেশি
পুরনো সেট কিনতে গেলে Battery Health percentage দেখে নিন।
কেউ ঘুণাক্ষরেও টের পাবে না আপনার ব্রাউজ়িং হিস্ট্রি, আজই ইন্সটল করুন এই অ্যাপ
আইফোন কেন আপনার জন্য ভালো হতে পারে?
যারা অ্যাপলের ইকোসিস্টেম ব্যবহার করছেন তাদের জন্য iPhone এক কথায় perfect। এতে কাজ সহজ ও দ্রুত হবে।
দেখে নিন কোন কোন বিষয় আইফোনকে অ্যান্ড্রয়েডের থেকে আলাদা করে তুলেছে
- Privacy & Security: Apple এর biggest USP হলো শক্তিশালী ডাটা প্রাইভেসি
- Long Term Software Update: ৫-৬ বছর পর্যন্ত iOS update পাবেন
- Premium Build: Metal & Glass finishing, ফোন হাতে নিলে অনুভূতি ভালো হবে
- Brand Value: পকেটে iPhone থাকলে বাকিদের থেকে নিজেকে কনফিডেন্ট লাগে
- Resale Value: পুরনো iPhone এর দাম Android এর তুলনায় তুলনামূলক বেশি থাকে, অর্থাৎ আপনি iPhone রিসেল করতে গেলে লাভবান হবেন
আইফোন কেন আপনার জন্য ভালো নাও হতে পারে
সবার জন্য আইফোন বেস্ট নয়। কিছু সীমাবদ্ধতাও আছে।
- Limited Customization: Android এর মতো কাস্টমাইজেশন নেই। ফলে আপনি যা খুশি তাই করতে পারবেন না।
- Accessories খরচ বেশি: চার্জার আলাদা করে কিনতে হবে, এরসঙ্গে রয়েছে এয়ারপড, কভার, স্ক্রিনগার্ড। সবকিছু আলাদা করে কিনতে হয়। ফোনের দাম বেশি হওয়ায়, এগুলোর দামও বেশি হবে।
- Repairing Cost: কিছু একটা হলে তা সারানোর খরচ অনেক বেশি। প্লাস্টিকের বডি না হওয়ায় ফোন হাত থেকে পড়ে গেলে বড় টাকা খসবে।
- File Sharing Limitation: Android এর মতো Bluetooth file transfer সহজ নয়
চুপিসারে গুগল আপনার গোপন কথা শুনছে? জানুন কী ভাবে বন্ধ করবেন
আইফোন কিনতে গেলে কোন মডেলটি বেছে নেবেন
এটা একদম আপনার প্রয়োজন ও বাজেটের উপর নির্ভর করছে।
- বেসিক ব্যবহার, টুকটাক ছবি তোলা হলে: আইফোন 13 বা আইফোন SE
- Photography, Video Shooting, Long Battery লাগলে: iPhone 15 Pro, Pro Max
- Long term best performance: Latest Pro সিরিজ
- Budget কম হলে: ১-২ বছরের পুরনো Certified Refurbished iPhone দেখতে পারেন
পুরনো আইফোন কেনা কি ঠিক হবে?
যদি বাজেট কম হয়, তাহলে Certified Refurbished iPhone ভালো বিকল্প হতে পারে। এগুলো কেনার আগে মাথায় রাখুন-
- Trusted reseller থেকে কিনুন
- Battery health & warranty যাচাই করুন
- IMEI চেক করুন
কয়েকটি ভুল যা অনেকেই করেন
- অন্যের কথা শুনে প্রয়োজনের চেয়ে বেশি দামি মডেল বেছে নেওয়া
- Grey Market থেকে কম দামি iPhone কিনে পরে সমস্যায় পড়া
- স্টোরেজ হিসেব করে না নিয়ে পরে সমস্যায় পড়া
আইফোন একটি দামি কিন্তু প্রিমিয়াম ও প্রয়োজনীয় হতে পারে যদি আপনার লাইফস্টাইল বা কাজের জন্য অ্য়াপল ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ হয়। তবে শুধু ব্র্যান্ডের জন্য iPhone কিনলে সেটি আপনার জন্য বড় আর্থিক বোঝা হতে পারে।
আইফোন কেনার লিঙ্ক
তথ্যসূত্র
Apple Official
NDTV Gadgets 360
Times of India Tech
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply