স্মার্টফোনের বাজারে নতুন হিসেবে এসে একেরপর এক স্মার্টফোন এনে চমকে দিচ্ছে iQOO. সদ্য তারা তাদের নতুন সেমি-ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO Z10R বাজারে আনল। মিড রেঞ্জ স্মার্টফোনের বাজারে বাকিদের টেক্কা দিতে তৈরি তারা।
এই স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট, Android 15 নির্ভর Funtouch OS 15 নিয়ে তৈরি করা হয়েছে। বিস্তারিত জেনে নিন এই ফোনের ফিচার-
Table of Contents
প্রসেসর ও পারফরম্যান্স: Dimensity 7400 ও Octa core-এর ক্ষমতা
- iQOO Z10R-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400-এর শক্তিশালী অক্টাকোর চিপসেট। এটির ক্লক স্পিড 2.6 GHz
- এটিতে ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও ৩ বছর সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে
- ফোনের তাপমাত্রা সামলানোর জন্য ব্যবহার করা হয়েছে গ্রাফাইট কুলিং সিস্টেম। ফলে দীর্ঘ সময় গেমিং বা মাল্টি‑টাস্কিং করলেও ফোন অতিরিক্ত গরম হবে না
ফেসবুক থেকেও ছড়াতে পারে বিপদ, অনলাইনে সেফ থাকবেন কী ভাবে?
পারফরম্যান্স ফিচার
- এটির AnTuTu স্কোর সাড়ে ৭ লাখ, ফলে এই ফোন অতিরিক্ত লোড নিতে পারে
- ভার্চুয়াল RAM-এর সাহায্যে এটিকে ২০GB পর্যন্ত বাড়ানো যায়
ডিসপ্লে ও রিফ্রেশ রেট: প্রিমিয়াম ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স
- iQOO Z10R-এ রয়েছে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে
- ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট, ফলে দৈনন্দিন ব্যবহার ও গেমিংয়ের ক্ষেত্রে একটা স্মুদ অভিজ্ঞতা হবে
- ডিসপ্লেতে রয়েছে HDR10+ প্রযুক্তি এবং লো ব্লুলাইট ফিচার, ফলে বেশিক্ষণ ব্যবহার করলেও চোখের উপর চাপ পড়ে না
সফটওয়্যার: Android 15 ও FunTouch OS 15
ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫। এর সঙ্গে রয়েছে ফানটাচ OS-এর স্কিন
এরসঙ্গে রয়েছে আকর্ষণীয় AI ফিচার
- AI Note Assist: আপনি কিছু নোট নিলে সেটা থেকে রিমাইন্ডার সেট করতে পারবেন একটা ভয়েস কমেন্ট দিয়ে
- Circle to Search: এই ফিচারের মধ্যে দিয়ে আপনি ফোনে কোনও ছবির উপর আঙুল দিয়ে সার্কেল করে সেটাকে সার্চ করতে পারবেন
- AI Photo Enhance: কোনও ছবির কোয়ালিটি বাড়াতে পারবেন
- AI Screen Translation: স্ক্রিনে কোনও লেখাকে আপনি আপনার পছন্দের ভাষায় এক ক্লিকে ট্রান্সলেট করতে পারবেন
- AI Transcription Assist: এর দ্বারা আপনি যেটা বলবেন সেটা টেক্সট আকারে আসবে
মিড রেঞ্জের রাজা, বাজারে এল OnePlus Nord 5, জানুন দাম, ফিচার্স
শক্তিশালী ক্যামেরা
রিয়ার ক্যামেরা (50 MP):
- ফোনের রিয়ার ক্যামেরা হলো 50 MP. এটিতে রয়েছে Sony IMX882 সেন্সর। এরসঙ্গে রয়েছে 2 MP-এর ডেপথ সেন্সর
- এই ফোনে রয়েছে OIS-এর সুবিধা। ফলে ছবি ও ভিডিয়ো স্টেবল হবে
- 4K ভিডিয়ো রেকর্ডিং রয়েছে। এরসঙ্গে আছে HDR, সুপার নাইট মোড, প্যানোরমা, স্টুডিও লাইটের মতো ফিচার। আন্ডারওয়াটার লাইট মোডও জনপ্রিয়
ফ্রন্ট ক্যামেরা (32 MP):
- ফ্রন্ট ক্যামেরা 32 MP. এটি দিয়ে 4K ভিডিয়ো রেকর্ড করা যায়
- এটি সেলফি ও ভিডিয়ো ভ্লগিংয়ের জন্য উপযোগী
- ফলে যারা ভ্লগিং করেন তাঁদের জন্য পারফেক্ট হতে পারে এটি
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
- ফোনের ঘনত্ব মাত্র 7.39 mm, ওজন প্রায় 183.5 গ্রাম। ফলে এটি হাতে নিলে একটা প্রিমিয়ার পিল আসবে
- IP68 + IP69 রেটিং রয়েছে। বৃষ্টিতে ফোন ভিজলে বা জলে পড়ে গেলে সমস্যা হবে না
- ডুয়াল স্টিরিও স্পিকার থাকায় বেশ জোরে আওয়াজ হয়
ব্যাটারি ও চার্জিং: দীর্ঘসময় ব্যবহার ও ফাস্ট চার্জিং
এই ফোনে রয়েছে 5,700mAh ব্যাটারি। এই দামে এটা বেশ বড় ব্যাটারি
এরসঙ্গে রয়েছে 44W -এর চার্জিং
কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে ৫০% চার্জ মাত্র ৩৩ মিনিটে হয়ে যাবে
iQOO Z10R-এর দাম
- ভারতের বাজারে এর তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। 8GB RAM +128GB মডেলের দাম 19,499 টাকা। 8GB+256GB মডেলের দাম 21,499 টাকা ও 12GB+256GB দাম 23,499 টাকা
- অনলাইনে বিভিন্ন ব্যাঙ্কের কার্ডের মধ্যে দিয়ে ছাড় পাবেন
অনলাইনে অর্ডার করুন এখানে ক্লিক করে
পুজোয় এ বার নতুন ফোন? ২০ হাজারের নিচে দেখে নিন সেরা বিকল্পগুলো
সুবিধা ও সমস্যা
সুবিধা:
- শক্তিশালী প্রসেসর হওয়ায় মাল্টি টাস্কিং বা ভারী গেম খেলতে কোনও সমস্যা হবে না
- 120 Hz রিফ্রেশ রেটের জন্য ফোন ব্যবহারের সময় স্মুদ অভিজ্ঞতা হবে
- হাই কোয়ালিটি ছবি ও ভিডিয়ো শ্যুট করা যাবে
- পাওয়ারফুল ব্যাটারি ও ফাস্ট চার্জিং
সমস্যা
একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, এখানে প্রচুর ব্লোটওয়ার হয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশ ব্লোটওয়ার ডিলিট করা যায় না।
অনেকে জানিয়েছেন সফটওয়্যার ঠিকমতো অপ্টিমাইজ় হয় না
যারা গেমিং, ভ্লগিং বা কনটেন্ট তৈরি করেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হতে পারে। লম্বা ব্যাটারি থাকায় সিঙ্গেল চার্জে একদিন ব্যবহার করা যাবে।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a ReplyCancel reply