টিকিট বুকিং এখন আরও সহজ, নতুন অ্যাপ আনল ইন্ডিয়ান রেল

ভারতীয় রেলের নতুন অ্যাপ

ঐতিহ্যবাহী ভারতীয় রেল প্রতিদিন একটু একটু করে বাড়ছে। দীর্ঘতম সেতু হোক বা উচ্চতম সেতু, সবকিছুতেই চমক দিচ্ছে। ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তিকে জুড়ে দিয়ে রেলকে আরও দ্রুত করেছে ভারত সরকার। এ বার সেই প্রযুক্তি আরও একটু উন্নত হলো। RailOne নামে একটা সুপার অ্যাপ আনল ভারতীয় রেল। কী কী ফিচার আছে এই অ্যাপে? কী কী সুবিধা পাওয়া যাবে? unknownstory.in-এর এই প্রতিবেদনে জেনে নিন।

এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং, লাইভ ট্রেন স্ট্যাটাস, ট্রেনের সময়সূচীসহ নানা সুবিধা এক ক্লিকেই মিলবে।

RailOne অ্যাপের প্রধান সুবিধা

RailOne অ্যাপটি ইন্ডিয়ান রেলওয়ে অফিশিয়ালভাবে চালু করেছে যাত্রীদের আরও স্মার্ট ও ডিজিটাল পরিষেবা দিতে।

কী কী থাকছে RailOne অ্যাপে?

  • ই-টিকিট বুকিং: সহজেই অনলাইন টিকিট কাটতে পারবেন
  • লাইভ ট্রেন ট্র্যাকিং: আপনার ট্রেন কোথায় আছে, তা রিয়েল টাইমে দেখতে পারবেন
  • প্ল্যাটফর্ম ও পিএনআর স্ট্যাটাস: PNR চেক এবং প্ল্যাটফর্ম তথ্য এক ক্লিকে
  • ডাইনামিক ফেয়ার চার্ট: ভাড়ার পরিবর্তন সহজে জানতে পারবেন
  • রেইল মদদ: ট্রেনে যেকোনও সমস্যায় পড়লে রেইল মদদে অভিযোগ জানানো যাবে
  • কোচের অবস্থা: অনেক সময়ে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে স্টেশনে কোচ কোথায় পড়বে সেটা বোঝা যায় না, এখানে সেই সুবিধা থাকবে
  • ফুড অর্ডার: IRCTC-র পার্টনারের থেকে আপনি ট্রেনে যাওয়ার সময়েই খাবার অর্ডার করতে পারবেন

কী ভাবে RailOne অ্যাপ ডাউনলোড করবেন?

RailOne অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS দুই প্ল্যাটফর্মেই ফ্রিতে পাওয়া যাচ্ছে।

অ্যান্ড্রয়েড: Google Play Store এ গিয়ে RailOne লিখে সার্চ করুন। এরপর Indian Railways Official ডেভেলপারের নাম দেখে ইনস্টল করুন।
iPhone: Apple App Store এ গিয়ে RailOne সার্চ করে ইনস্টল করুন।
সরাসরি লিঙ্ক: Indian Railways অফিসিয়াল ওয়েবসাইটেও RailOne এর ডাউনলোড লিঙ্ক রয়েছে।

RailOne অ্যাপে কী ভাবে লগ ইন করবেন?

RailOne অ্যাপে লগ ইন করার পদ্ধতি খুবই সহজ।

  • অ্যাপ ওপেন করুন
  • আপনার মোবাইল নম্বর দিন (IRCTC বা UTS অ্যাপে রেজিস্টার করা মোবাইল নম্বর দিন)
  • রেজিস্টার্ড ইমেল আইডি থাকলে তা ব্যবহার করুন
  • OTP ভেরিফাই করুন
  • আপনার IRCTC ইউজ়ারনেম লিঙ্ক করুন

এরপরই আপনি টিকিট বুকিং, ট্রেন স্ট্যাটাসসহ সকল সুবিধা পেতে শুরু করবেন।

RailOne অ্যাপ কেন ব্যবহার করবেন?

  • ইন্ডিয়ান রেলওয়ের মতে, RailOne অ্যাপ পুরনো IRCTC Connect অ্যাপের তুলনায় আরও স্মার্ট ও ইউজ়ার ফ্রেন্ডলি
  • এতে উন্নত সার্চ ইঞ্জিন, AI বেসড রেকমেন্ডেশন এবং দ্রুত রিফান্ড সিস্টেম আছে
  • এছাড়া টিকিট বুক করতে গিয়ে সার্ভার ডাউন বা পেমেন্ট ফেইল হওয়ার ঝামেলা অনেকটাই কমবে
  • পাশাপাশি দ্রুত টিকিট বুকিং করা যাবে

যাত্রীদের জন্য ইন্ডিয়ান রেলের এই ডিজিটাল পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। RailOne অ্যাপ এখন থেকে ট্রেন যাত্রাকে করবে আরও সহজ ও নির্ভরযোগ্য।

তথ্যসূত্র:
Indian Railways Official Website (indianrailways.gov.in)



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply