সুপ্রিম কোর্ট কোথায়? এক নিঃশ্বাসে সকলেই বলবেন দিল্লিতে। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় যে রাজধানীতে থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু শুরু থেকে সুপ্রিম কোর্ট দিল্লিতে ছিল না। শুনলে কিছুটা অবাক হলেও কলকাতাতেই ছিল প্রথম সুপ্রিম কোর্ট। অর্থাৎ, তিলোত্তমাতেই স্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্ট। কোথায় স্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্ট? সেটা কমবেশি আপনারা সকলেই জানেন।
কলকাতায় কোথায় ছিল সুপ্রিম কোর্ট?
কলকাতার ডালহৌসি স্কোয়্যারের কাছে যে রাস্তা আছে তার নাম ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। কিন্তু একটা রাস্তার নামে কেন ওল্ড কোর্ট হাউস কথাটা থাকবে? সেখানে কি কোনও কোর্ট ছিল? লেখার ইন্ট্রোতেই রয়েছে উত্তর।
ডালহৌসি স্কোয়্যারের সামনে থেকে সোজা হেঁটে গেলে একটা সাদা রঙের চার্চ পড়বে, যার নাম সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। যার একপাশে রাইটার্স বিল্ডিং। এই চার্চের জায়গায় আগে ছিল সুপ্রিম কোর্ট। একটি বাড়িতে স্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্ট। পরে সেই বিল্ডিং ভেঙে তৈরি হয় চার্চ।

এখানেই ছিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট তৈরির জন্য কেন কলকাতাকেই বেছে নিয়েছিল ইংরেজরা?
ইতিহাস ঘাঁটলে দেকা যাবে ১৭২৮ সালে কলকাতায় ওই থামওয়ালা বাড়িতে বসত মেয়র্স কোর্ট। সেই কোর্টের ক্ষমতা ছিল শুধু কলকাতা প্রেসিডেন্সির মধ্যেই। কিন্তু শুধু কলকাতা প্রেসিডেন্সির মধ্যে বিচারব্যবস্থাকে আটকে রাখা সহজ না। ইংরেজরা বুঝল আরও বড় বিচারব্যবস্থার দরকার।
এর পর ১৭৭৩ সালে ইংল্যান্ডের পার্লামেন্টে একটি রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। যেখানে বলা হয়, কলকাতায় একটি সুপ্রিম কোর্ট তৈরি করতে হবে। পরের বছরই কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। সরে যায় মেয়র্স কোর্ট এবং সুপ্রিম কোর্টকে ফোর্ট উইলিয়াম থেকে সরিয়ে আনা হয় রাইটার্সের পাশের ওই বাড়িতে। ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডে এটিই প্রথম সুপ্রিম কোর্ট। সেই থেকে ১৮৬২ সাল পর্যন্ত এটাই ছিল সর্বোচ্চ বিচার ব্যবস্থা। অন্তত বাংলা, বিহার এবং ওডিশার ক্ষেত্রে তো বটেই। ১৮৬১ সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট মোতাবেক কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় পরের বছর।
১৭৮০ থেকে ১৯৮৪ সালের মধ্যে এসপ্ল্যানেড রো-তে তৈরি হয় সুপ্রিম কোর্টের নতুন বাড়ি। এখন যেখানে কলকাতা হাইকোর্ট ভবন, তারই পশ্চিম অংশে ছিল সেই বাড়ি।
বর্তমান সুপ্রিম কোর্টের স্থাপত্যশৈলী ও ভবন
দিল্লির তিলক মার্গে অবস্থিত সুপ্রিম কোর্টের ভবনটি প্রখ্যাত স্থপতি Ganesh Bhikaji Deolalikar-এর নকশা অনুযায়ী নির্মিত হয়। এর স্থাপত্যে আধুনিক ও শাস্ত্রীয় শৈলীর মিশ্রণ আছে।
মূল ভবনটি একটি গম্বুজযুক্ত কাঠামো। এটিকে ভারতের তুলাদণ্ড (scales of justice)-এর প্রতীক বলে ধরা হয়। Supreme Court Complex এ একাধিক ভবন ও Court Hall আছে।
সুপ্রিম কোর্টের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা
১৯৫০ সাল থেকে Supreme Court অনেক যুগান্তকারী রায় দিয়েছে।
Kesavananda Bharati vs. State of Kerala (1973)
এই মামলায় সুপ্রিম কোর্ট ‘Basic Structure Doctrine’ স্থাপন করে, যাতে বলা হয় — সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না।
Maneka Gandhi vs. Union of India (1978)
এই মামলায় ‘Right to Personal Liberty’ বা ব্যক্তিগত স্বাধীনতার ব্যাখ্যা সম্প্রসারিত হয়।
Ayodhya Verdict (2019)
বহুল আলোচিত অযোধ্যা মামলার রায়ে Supreme Court একটি বড় সামাজিক বিতর্কের নিষ্পত্তি করে।
ভারতের সুপ্রিম কোর্টে কীভাবে যাবেন?
যদি Supreme Court ভবন পরিদর্শন করতে চান, আপনাকে আগে Visitor Pass নিতে হয়। এটি দিল্লির কেন্দ্রস্থলে তিলক মার্গে অবস্থিত।
নিকটতম মেট্রো স্টেশন: Pragati Maidan বা Mandi House।
সূত্র: sci.gov.in ও অন্য
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a Reply