যেতে হবে না সম্পর্কে, ভাড়া নিন গার্লফ্রেন্ড, জানুন কোথায় রয়েছে এই পরিষেবা


সিঙ্গেল জীবন, ব্রেকআপ নিয়ে আপনি যদি গুগলে কোনও কোটেশন বা গান সার্চ করেন তা হলে সার্চ রেজ়াল্ট এত বেশি আসবে যে আপনি সব হয়ে দেখে বা শুনে শেষ করতে পারবে না। কারণ মানুষের জীবনে সম্পর্ক বা প্রেম একটা বড় অংশজুড়ে আছে। কেউ সম্পর্কে খুশি আবার কেউ প্রেমের সম্পর্কে জড়াতে না পেরে অখুশি। কারও আবার প্রেম ভেঙে যাওয়ায় মন ভেঙে গিয়েছে। কেমন হয় যদি এসব ঝামেলাই না থাকে, কেমন হয় যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেন্টাল পরিষেবা পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় সিঙ্গল লাইফ নিয়ে মিম প্রচুর আছে। পুজোয় অনেকে আবার মজা করে ঘোরার জন্য গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চেয়ে পোস্টও করেন। আপনি কি জানেন, এরকম এক জায়গা আছে যেখানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ভাড়ায় পাওয়া যায়। আজ জেনে নিন এই বিষয়ে-

দেশটার নাম দক্ষিণ কোরিয়া। এশিয়ার পূর্বে অবস্থিত। যেখানে K-Pop, K-Drama আর K-Beauty জনপ্রিয়। সেখানেই বর্তমানে জনপ্রিয় হচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রেন্টাল সার্ভিস বা ভাড়া দেওয়া।

সম্পর্কের শূন্যতা, সামাজিক চাপ, বা নিঃসঙ্গতার কারণে বহু তরুণ-তরুণীই এখন টাকা দিয়ে কিছু সময়ের জন্য ভাড়া করে নিচ্ছেন একজন সঙ্গী।

দরিদ্রের আকাশ খালি, ধনীদের মাথায় বিমানের সারি, এক ক্লিকেই বিশ্বের আর্থিক অবস্থা

বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রেন্টাল ধারণা কী ভাবে শুরু হলো?

  • দক্ষিণ কোরিয়ার এই রেন্টাল লাভার ধারণার শিকড় মূলত জাপানের হোস্ট এবং হস্টেস বার সংস্কৃতির সঙ্গে জড়িত
  • জাপানে বহুদিন ধরেই Companion Service বা সহযোগী পরিষেবার চল আছে
  • সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় চালু হয় এই পরিষেবা

কেন এই ব্যবসা শুরু হলো?

  • কাজের চাপ: বর্তমানে অধিকাংশ জায়গায় ওয়ার্ক লাইফ ব্য়ালান্স একটা সোনার পাথরবাটি। ইউরোপের কিছু দেশে এটা মানা হলেও অধিকাংশ দেশে সেটাও মানা হয় না। কাজের চাপ কাটাতে সঙ্গী পেতে এটা করে থাকেন অনেকে।
  • একাকিকত্ব: যারা পরিবারের থেকে দূরে থাকেন বা বন্ধু সেরকম সংখ্যায় নেই তাঁরা একাকিকত্ব অনুভব করেন। এটা কাটাতে পার্টনার ভাড়া করে থাকেন
  • ডেটিং বা প্রেম করার সুযোগ কমে যাওয়া: বর্তমানে কাজের চাপ বা মানসিকতার পরিবর্তনের জন্য অনেকেই কমিটেড সম্পর্কে যেতে চাইছেন না। ফলে ডেটিং বা প্রেমের দিকে পা বাড়াচ্ছেন না

কীভাবে চলে এই রেন্টাল সম্পর্ক

দক্ষিণ কোরিয়ায় বেশ কিছু ডেটিং এজেন্সি এবং অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী রেন্টাল গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাওয়া যায়।

কী ভাবে নেবেন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভাড়া?

  • ক্লায়েন্ট অনলাইন বা অ্যাপের মাধ্যমে প্রোফাইল দেখে সঙ্গী বেছে নেন, অনেকটা ম্য়াট্রিমনিয়াল সাইটের মতো
    বুকিং ফি অগ্রিম দিতে হয়
  • নির্দিষ্ট শর্তে একসঙ্গে সময় কাটানো যায়। যেমন সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া, শপিং, বা পার্কে ঘুরে বেড়ানো। সেটাও আগে থেকে বলতে হয় কোন জায়গায় সময় কাটানো হবে
  • কোনও শারীরিক সম্পর্কের অনুমতি থাকে না। সবকিছু একেবারেই চুক্তিভিত্তিক

২৫ বছর পর ডুবে যাবে এই দেশ, নিশ্চিহ্ন হয়ে যাবে মানচিত্র থেকে

বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভাড়া নিতে কত খরচ হয়?

  • রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় একজন রেন্টাল গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাওয়া যায় সময় ভিত্তিতে। ১ ঘণ্টার জন্য প্রায় ১২০০ থেকে ৩৫০০ টাকা দিতে হয়।
  • পুরো দিনের জন্য প্রায় ৬ থেকে ৩০ হাজার পর্যন্ত লাগে। এই দাম ঠিক হয় রেটিংয়ের উপরে।

অতিরিক্ত চার্জ:

  • গিফট বা ডিনারের বিল আলাদা
  • কোনও বিশেষ লোকেশনে ট্র্যাভেল খরচও ক্লায়েন্টের

কারা এ সব পরিষেবা নিচ্ছেন?

একাকী পুরুষরা এই পরিষেবার দিকে বেশি ঝোঁকেন। তবে মহিলারাও রয়েছেন তালিকায়।

কারণ:
এই বিষয়ে প্রত্যেক মানুষের কারণ আলাদা আলাদা থাকে। একাধিক রিসার্চে যেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেগুলো দেওয়া হলো-

  • সমাজে ইমেজ বজায় রাখা: অনেকে সঙ্গী না থাকায় হীনমন্যতায় ভোগেন। তাই একজনের হাত ধরে কোথাও যাওয়াটা তাঁকে মানসিক দিক থেকে চাঙ্গা রাখে
  • সেলফি বা সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট ডেট ছবি তোলা: সিঙ্গল হিসেবে ডেটে যেতে চান না অনেকে। তাঁদের সঙ্গীর জন্য দরকার
  • ব্রেকআপের পর ফাঁকা সময়টা কাটানো: ব্রেকআপের ধাক্কা কাটাতে এই পথ বেছে নেন অনেকে
  • মনের কথা বলা: কেউ কেউ আছেন মনের কথা বলার জন্য মানুষ পান না। তাঁরা এই পথ বেছে নেন

খেয়ে ফেলেছিলেন আস্ত প্লেন, চেনেন সর্বভুক ব্যক্তিকে?

বৌধ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাড়া দেওয়ার ব্যবসা?

  • দক্ষিণ কোরিয়ার আইন এই পরিষেবাকে পুরোপুরি নিষিদ্ধ করেনি
  • তবে দেহ ব্যবসা রোধে কড়া আইন রয়েছে
  • রেন্টাল এজেন্সিগুলো এই পরিষেবা দেওয়ার আগে ক্লায়েন্ট এবং পার্টনারের মধ্যে চুক্তি স্বাক্ষর করায়

কী বলা হচ্ছে গবেষণার রিপোর্টে?

  • সিওল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘসময় এমন ভাড়ার সম্পর্ক মানসিক দিক থেকে ক্ষতিকর হতে পারে
  • ছেলেমেয়েরা স্থায়ী সম্পর্ক থেকে দূরে সরে যেতে পারে
  • সম্পর্কের দায়িত্ববোধ, ত্যাগের মানসিকতা দুর্বল হয়

কিন্তু একাংশ মনে করেন, বড় শহরে নিঃসঙ্গ মানুষের জন্য এটি একটি মানসিক সাপোর্ট।

রেন্টাল প্রেমিক-প্রেমিকা: পর্যটক ও বিদেশিদের অভিজ্ঞতা

  • কোরিয়ান ড্রামা বা K-Pop প্রেমীরা যখন কোরিয়ায় ঘুরতে যান, কেউ কেউ মজার অভিজ্ঞতা হিসেবে রেন্টাল সেবা নেন
  • তবে বিদেশিদের জন্য কিছু এজেন্সি আলাদা গাইডলাইন দেয়

বিতর্ক ও সমালোচনা

  • সব মুদ্রায় দুটো পিঠ থাকে। এখানেও সেটি রয়েছে
  • অনেকেই বলেন, এই প্রথা পুঁজিবাদের এক অন্ধকার দিক
  • বাস্তব সম্পর্কের জায়গায় সবকিছু চুক্তি ভিত্তিক হয়ে যাচ্ছে
  • কিছু ক্ষেত্রে ফ্রড বা প্রতারণার অভিযোগও উঠে এসেছে

ভবিষ্যতের দিকনির্দেশনা

দক্ষিণ কোরিয়ার সমাজ বিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্য, একাকীকত্বের সমস্যা, ভার্চুয়াল রিয়েলিটি, সব মিলিয়ে এই বাজারের চাহিদা আরও বাড়তে পারে।

ইতিমধ্যেই কিছু এজেন্সি AI বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে চ্যাটবট পরিষেবা চালু করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেমিক-প্রেমিকা ভাড়ার সংস্কৃতি একদিকে নিঃসঙ্গ মানুষের জন্য অস্থায়ী স্বস্তি বয়ে আনছে, অন্যদিকে তা সমাজের সম্পর্কের নৈতিকতা, দায়িত্ব ও স্নেহের সংজ্ঞাকেও প্রশ্নের মুখে ফেলছে।

তথ্যসূত্র
Korea Times: “Why young Koreans rent fake partners”
BBC Asia: “Love for hire: Inside Korea’s rental relationship trend”
Seoul National University Sociology Reports
Hankyoreh News
Korea Herald: “Are rental relationships legal?”



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

Exit mobile version