কথায় আছে ছোটা প্যাকেট বড়া ধামাকা। সেইরকমই বিশ্বে এরকম একাধিক জায়গা আছে যেটা দেখতে বা আকারে ছোট হলেও বিশ্ব অর্থনীতি, রাজনীতিতে তার গুরুত্ব অনেক বেশি। সেইরকমই একটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী ইংরাজিতে যেটা Strait of Gibraltar নামে পরিচিত.
গুগল ম্যাপে এই জিব্রাল্টার প্রণালী খুঁজতে গেলে বেশ বেগ পেতে হবে। কিন্তু গুরুত্ব অনেক বেশি। অনেকটা হরমুজ প্রণালীর মতো। আকারে ছোট হলেও প্রভাব অনেক বেশি। এই প্রতিবেদনে জেনে নিন জিব্রাল্টার প্রণালীর প্রভাব, ইতিহাস, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব।
Table of Contents
জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত
- জিব্রাল্টার প্রণালী হলো ইউরোপের দক্ষিণ প্রান্তে স্পেনের জিব্রাল্টার এবং আফ্রিকার উত্তর প্রান্তে মরক্কোর মধ্যে একটি সরু জলপথ
- এটি আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে
- প্রণালীটি প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এবং সর্বনিম্ন প্রস্থ প্রায় ১৩ কিলোমিটার
- অর্থাৎ, ভূমধ্যসাগরের এক প্রান্তে অবস্থিত জিব্রাল্টার আর অন্য প্রান্তে অবস্থিত সুয়েজ খাল
- এই দুটো পথ দিয়ে তেল রপ্তানি হয়
কী ভাবে তৈরি হলো জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar)?
জলবিজ্ঞান ও ভূ-তাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী, প্রায় ৫ মিলিয়ন বছর আগে মেসিনিয়ান স্যালিনিটি ক্রাইসিসের ফলে ভূমধ্যসাগর শুকিয়ে গিয়েছিল। পরে আটলান্টিকের জল মাটির তলা দিয়ে এই প্রণালী দিয়ে পুনরায় প্রবেশ করে। এটাও হয়েছিল ভৌগলিক পরিবর্তনের ফলে।
জিব্রাল্টার প্রণালী মূলত চুনাপাথরের তৈরি। এখানে জলের নিচে খাড়া পাহাড়ি গঠন রয়েছে, এর গড় গভীরতা প্রায় ৩০০ মিটার।
কেন হরমুজ় প্রণালী নিয়ন্ত্রণ করতে চায় ইরান? ভারতের কাছে গুরুত্ব কতটা?
জিব্রাল্টার প্রণালীর ইতিহাস ও যুদ্ধক্ষেত্রে নাম
- প্রাচীন ফিনিশিয়ান, গ্রিক, কার্থেজ এবং রোমানরা এই প্রণালী ব্যবহার করে ইউরোপ ও আফ্রিকার মধ্যে বাণিজ্য করত
- মধ্যযুগে মূর সম্প্রদায় এই পথ ব্যবহার করে ইবেরিয়ান পেনিনসুলা আক্রমণ করেছিল
- ১৭১৩ সালে আটরেক্টর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা জিব্রাল্টার শাসনাধিকার পায়
- এরপর বিশ্বযুদ্ধ সহ একাধিক যুদ্ধে জিব্রাল্টার নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রণালী দিয়ে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়েছিল
- আজও ব্রিটেনের কাছে জিব্রাল্টার এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক নৌ ঘাঁটি
জিব্রাল্টার প্রণালী ও সমকালীন বিশ্ব রাজনীতি
- বর্তমানে জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar) ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে ভূ-রাজনৈতিক দ্বন্দ্বেরও কারণ
- স্পেন এখনও দাবি করে যে জিব্রাল্টার তাদের অংশ
- ব্রেক্সিটের পরে এই ইস্যু আরও জটিল হয়েছে
এখানে ব্রিটেনের শক্তিশালী নৌ ও বিমান ঘাঁটি রয়েছে। NATO-ও এই প্রণালীকে ‘Choke Point’ হিসেবে বিবেচনা করে, কারণ এটি আটলান্টিক থেকে মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজের রুটের প্রবেশদ্বার।
জিব্রাল্টার প্রণালী ও বিশ্ব অর্থনীতি
- জাহাজ পরিবহন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের প্রায় ৩০% তেলবাহী জাহাজ ও কার্গো শিপগুলো এই প্রণালী দিয়ে যায়
- প্রতিদিন প্রায় ১২০টির বেশি জাহাজ এখানে যাতায়াত করে
- স্পেনের আলজেসিরাস, মরক্কোর টাঙ্গিয়ার-মেড, ইতালির জেনোয়া বন্দরগুলো দিয়ে এই প্রণালীর মাধ্যমে বিশ্ববাণিজ্যে যুক্ত থাকে
- ইউরোপের গ্যাস, তেল ও কন্টেনার সরবরাহ লাইনের জন্য এই প্রণালী বন্ধ হওয়া মানে অর্থনৈতিক বিপর্যয়
- তাই এটি বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ
জিব্রাল্টার প্রণালী কেন তৈরি হয়েছে
- এই প্রণালী মানুষের তৈরি নয়, এটি ১০০% প্রাকৃতিক
- টেকটনিক প্লেটের নড়াচড়া ও অতীতে ভূমধ্যসাগর শুকিয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছিল
- বর্তমানে এটা ব্যবহার করা হচ্ছে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তার দিক থেকে সুরক্ষিত রাখতে
২৫ বছর পর ডুবে যাবে এই দেশ, নিশ্চিহ্ন হয়ে যাবে মানচিত্র থেকে
জিব্রাল্টার প্রণালী দিয়ে বাণিজ্যে কী কী সুবিধা রয়েছে?
সুবিধা
- ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যকে যুক্ত করে
- জাহাজের সময় ও জ্বালানি খরচ বাঁচায়
- বন্দর শহরগুলিতে কর্মসংস্থান তৈরি হয়
চ্যালেঞ্জ
- জলদস্যু আক্রমণের ঝুঁকি
- সমুদ্র দূষণ
- ভূ-রাজনৈতিক সংঘাতের আশঙ্কা
ভবিষ্যৎ পরিকল্পনা — সুয়েজ প্রণালী বনাম জিব্রাল্টার
- কিছু বিশ্লেষক মনে করেন, ভৌগলিক পরিবর্তন ও কূটনৈতিক সমস্যার ফলে ভবিষ্যতে জিব্রাল্টারের গুরুত্ব কমে যেতে পারে
- কিন্তু বর্তমানে তেল পরিবহনের রাস্তা হিসেবে এর বিকল্প নেই
মজার কিছু তথ্য
- গ্রীক পুরাণে জিব্রাল্টার হলো ‘Pillars of Hercules’
- এখানে গেলে আপনি শতাধিক বাঁদর দেখতে পাবেন, যারা ইউরোপের একমাত্র বন্য বাঁদর
জিব্রাল্টার প্রণালী শুধুই এক সরু জলপথ নয় — এটি ইতিহাস, ভূগোল, বাণিজ্য, রাজনীতি আর সামরিক কৌশলের এক অনন্য মেলবন্ধন।
মহাকাশ থেকে দেখা যায়, বাস্তবে যাওয়া যায় না, রাম সেতুর ইতিহাস কী?
তথ্যসূত্র
Britannica — Strait of Gibraltar
BBC News Gibraltar Report
Royal Navy Gibraltar Squadron
Port of Algeciras Authority Data
EU Commission Report on Maritime Routes
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a ReplyCancel reply