২৫ বছর পর ডুবে যাবে এই দেশ, নিশ্চিহ্ন হয়ে যাবে মানচিত্র থেকে


ধরুন আপনাকে বলা হলো, আপনার যা স্বপ্ন আছে তা আগামী ২৫ বছরের মধ্যে পূরণ করে ফেলুন। পারবেন? শুধু আপনি না আপনার আশপাশে যারা বসবাস করেন তাঁরা পারবেন? আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনা করেন সেক্ষেত্রে কী করবেন? এই অবস্থা হয়েছে তুভালু দ্বীপের মানুষদের। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র তুভালু ডুবে যাবে ২০৫০ সালের মধ্যে। অর্থাৎ, তুভালু হচ্ছে বিশ্বের ডুবতে থাকা দ্বীপরাষ্ট্র।

শুনে কিছুটা অবাক হলেন তো? জেনে নিন এই দ্বীপরাষ্ট্রের ব্যাপারে-

কোথায় অবস্থিত তুভালু?

তুভালু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র। এটি পৃথিবীর চতুর্থ ছোট দেশ এবং জনসংখ্যার দিক থেকেও অন্যতম ছোট। ফিজি আর কিরিবাতির কাছে অবস্থিত তুভালু।

লোকেশন: প্রশান্ত মহাসাগরের মধ্যে ৯টি ক্ষুদ্র দ্বীপ মিলে তুভালু গঠিত। এই ৯টির মধ্যে মানুষ থাকতে পারে মাত্র তিনটিতে।
মোট আয়তন: মাত্র ২৬ বর্গকিলোমিটার! অর্থাৎ, ২০-৪০ মিনিটের মধ্যে আপনি গোটা দেশ ভ্রমণ করতে পারবেন। তুভালু দেশটা লম্বাটে, রাস্তার দুপাশে সমুদ্র
রাজধানী শহর: ফানফুটি
জনসংখ্যা: প্রায় ১১,০০০ (২০২৪ অনুযায়ী)। এর থেকে পরিষ্কার, দেশের প্রত্যেকে প্রত্যেকে চেনেন
ভাষা: তুভালুয়ান ও ইংরেজি
ধর্ম: খ্রিস্টান
আবহাওয়া: উষ্ণ ও আর্দ্র জলবায়ু, সমুদ্রপৃষ্ঠের খুব কাছে — তাই ঝুঁকি প্রবল।

তুভালু দেশ (সৌজন্যে সোশ্যাল মিডিয়া)

তুভালুর ইতিহাস

তুভালুর প্রথম মানুষ ছিলেন পলিনেশিয়ান নাবিকরা (প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপকে পলিনেশিয়ান বলা হয়)। পরে এটি ১৯ শতকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। ১৯৭৮ সালে এটি সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। অতীতে যেমন স্বাধীনতার জন্য লড়তে হয়েছিল, এখন স্বাধীনতার পরও অর্থনীতি ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। এই লড়াই করতে গিয়ে তারা একা হয়ে পড়েছে। কারণ তারা একমাত্র দেশ যারা ডুবতে চলেছে।

কেন তুভালু ডুবছে?

তুভালু পৃথিবীর সেই কয়েকটি দ্বীপ রাষ্ট্রের একটি, যেটি সরাসরি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শিকার। অর্থাৎ, সমুদ্রের জল বাড়ায় ক্ষতি হচ্ছে তুভালুর, চলে যাচ্ছে একটু একটু করে জলের তলায়।

বৈজ্ঞানিক গবেষণা বলছে:

  • গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গ্লেসিয়ার গলে যাচ্ছে
  • সমুদ্রের জল বাড়ছে, ফলে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে
  • তুভালুর সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৪.৫ মিটার!
  • প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা দ্বীপগুলিকে ক্ষতিগ্রস্ত করছে
  • ১৯৯০-এর পর থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে ৪ মিলিমিটার করে বাড়ছে

৩০ বছরের লড়াই, ভিয়েতনাম যুদ্ধের রক্তাক্ত অধ্যায়

তুভালুর আয়ের উৎস কী?

তুভালুর অর্থনীতি বেশ ভঙ্গুর।

জিডিপি: প্রায় ৬৪ মিলিয়ন মার্কিন ডলার
একজনের মাথাপিছু আয়: প্রায় ৫,৮০০ মার্কিন ডলার
অর্থনীতির প্রধান উৎস: বৈদেশিক সাহায্য, ফিশিং লাইসেন্স, ডোমেইন নাম .TV বিক্রি।

কী এই ডোমেইন নাম বিক্রি?

প্রতিটা দেশের একটা নিজস্ব ডোমেইন আছে। যেমন unknownstory.in এই ওয়েবসাইটের ডোমেন হচ্ছে .in এই ডোমেন থেকে যেই টাকা আয় হয় সেটার একটা অংশ যায় ভারত সরকারের ঘরে। সেইরকমই বাংলাদেশের জন্য রয়েছে .bd, পাকিস্তানের জন্য .pk আর তুভালুর জন্য .tv । যেই যেই ওয়েবসাইটের শেষে .tv রয়েছে (যেমন hoichoi.tv), তাদের ডোমেনের দামের একটা অংশ যায় তুভালুর কাছে।

দরিদ্রের আকাশ খালি, ধনীদের মাথায় বিমানের সারি, এক ক্লিকেই বিশ্বের আর্থিক অবস্থা

শিক্ষার হার: প্রায় ৯৯% মানুষ শিক্ষিত। এটা উন্নত বা তথাকথিত উন্নত দেশগুলোর কাছে ঈর্ষার।
চাকরি: সরকারি চাকরির হার নগণ্য। এখানে কোনও বেসরকারি সংস্থা ব্যবসা করতে আসে না। এখানকার বাসিন্দাদের অনেকে নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ায় কাজ করেন।

এছাড়াও অনেকে মৎসজীবী। কেউ কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত।

মানচিত্রে তুভালু (লাল গোল অংশটি)

দেশকে ডোবার হাত থেকে বাঁচাতে তুভালু সরকার কী করছে?

প্রকৃতির বিরুদ্ধে লড়ার ক্ষমতা কোনও দেশের সরকারের নেই। সেখানে তুভালু খুবই ছোট। তবে বিশ্বে আবহাওয়ার বদল নিয়ে এদেশের সরকার আন্তর্জাতিকস্তরে সরব:

  • UN Climate Conferences-এ সরাসরি নেতৃত্ব দিচ্ছে
  • কার্বন নিঃসরণ শূন্যের কাছাকাছি রাখতে পরিকল্পনা করছে
  • দ্বীপের কিছু অংশ উঁচু করার জন্য ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্ট শুরু করেছে
  • অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ডের সঙ্গে Climate Refugee Visa নিয়ে আলোচনা চালাচ্ছে — যদি একেবারে তলিয়ে যায়, নাগরিকরা যাতে স্থানান্তরিত হতে পারেন

তুভালুকে বাঁচাতে বিশ্ব কী করছে?

তুভালু বিষয়টি আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে:

  • UN, IPCC, Small Island Developing States (SIDS) প্ল্যাটফর্মে বারবার তুভালু ইস্যু তোলা হচ্ছে
  • বেশ কিছু উন্নত দেশ ফান্ডিং করছে — Sea Wall নির্মাণ, জিওটেক্সটাইল ব্যারিয়ার, সোলার এনার্জি সাপোর্ট
  • ছোট দেশগুলোর জন্য Loss and Damage Fund গঠনের কথা চলছে

তুভালুকে দেখে কেন ভারতকে সতর্ক হওয়া উচিত?

  • ভারতের উপকূলীয় এলাকা (ওড়িশা, সুন্দরবন, চেন্নাই) সমুদ্রপৃষ্ঠে অবস্থিত, সমুদ্রের স্তর বাড়ায় তার প্রভাব এখানেও পড়ছে
  • বাংলাদেশের দক্ষিণাঞ্চলও একই রকম হুমকির মুখে
  • Climate Change এর কারণে কৃষি, মৎস্যজীবী সম্প্রদায়, উপকূলীয় জনপদ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে
  • তুভালু একদিন তলিয়ে গেলে, উপকূলীয় দেশের রাজনৈতিক সীমারেখা ও জলসীমা নিয়ে আন্তর্জাতিক জটিলতা তৈরি হবে — যা ভারতকেও প্রভাবিত করবে

কেন হরমুজ় প্রণালী নিয়ন্ত্রণ করতে চায় ইরান? ভারতের কাছে গুরুত্ব কতটা?

ডুবতে থাকা দেশ তুভালু ভবিষ্যৎ কী?

বিজ্ঞানীরা বলছেন, যদি গ্লোবাল ওয়ার্মিংয়ের গতি এভাবে বাড়তে থাকে তা হলে:

  • ২০৫০ সালের মধ্যে তুভালুর বেশিরভাগ অংশই স্থায়ীভাবে ডুবে যেতে পারে
  • পুরো দেশকে ভার্চুয়ালি সংরক্ষণ করার পরিকল্পনা করছে সরকার — যাতে মানুষ দেশহারা হলেও সাংস্কৃতিক পরিচয় বেঁচে থাকে

কীভাবে তুভালু পৌঁছাবেন?

তুভালুতে সরাসরি ভারত থেকে কোনও ফ্লাইট যায় না। সেক্ষেত্রে আপনাকে:

  • প্রথমে ভারত থেকে ফিজি (Nadi International Airport) যেতে হবে
  • Delhi/Mumbai থেকে Fiji Airways, Singapore Airlines বা Qantas এর কানেক্টিং ফ্লাইটে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া হয়ে ফিজি পৌঁছাতে হয়
  • Fiji তে নেমে Suva (Nausori Airport)-তে অভ্যন্তরীণ ফ্লাইটে বদলাতে হবে — Suva থেকে ছোট ফ্লাইট চলে Funafuti International Airport এ
  • মোট যাত্রায় প্রায় ২০–৩০ ঘণ্টা লাগতে পারে

তুভালু বিমানবন্দর

  • Funafuti International Airport (FUN) — তুভালুর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর
  • এটি ফানফুতি দ্বীপে অবস্থিত, যেটি রাজধানী শহরও
  • রানওয়ে খুবই ছোট, আর বিমানবন্দরের চারপাশে স্থানীয় মানুষের মাঠ ও খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়
  • সপ্তাহে মাত্র ২–৩টি ফ্লাইট ওঠানামা করে
  • মূলত Fiji Airways-ই তুভালুর সাথে ফিজির রাজধানী Suva-র যোগাযোগ রাখে
  • রানওয়ে ছোট হওয়ায় বড় জেট বিমান নামতে পারে না — ছোট প্রোপেলার বিমানেই যেতে হয়

তুভালু একটি ছোট্ট দেশ। কিন্তু Climate Crisis এর সবচেয়ে বড় উদাহরণ। বড় দেশগুলোর এসি, বিমানের ব্যবহারের ফলে ধাক্কা খাচ্ছে এদের মতো আরও ছোট দেশ।

তাদের অস্তিত্বের লড়াই আমাদের সবাইকে মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তন আর গ্লোবাল ওয়ার্মিং শুধু তুভালুর নয়, সারা বিশ্বের সমস্যা।

আজ তুভালু, কাল কে?

তথ্যসূত্র:

Joe Hattab YouTube Channel:
https://www.youtube.com/@JoeHattab
World Bank Data (GDP, Population, Literacy): https://www.worldbank.org/en/country/tuvalu
United Nations Climate Reports: https://www.un.org/small-islands/tuvalu
BBC Earth: https://www.bbc.com/news/world-asia-pacific-11837869
IPCC Reports on Small Island States: https://www.ipcc.ch/srccl/chapter/chapter-3/



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

Exit mobile version