পৃথিবীর বয়স যত বাড়ছে তত উন্নত হচ্ছে প্রযুক্তি। আর এই প্রযুক্তির উপর ভর করে অজানা থাকছে না কিছু। তাও এই অজানা গল্প বা unknown story-র মধ্যে এমন অনেক কিছু আছে যার উত্তর বিজ্ঞানীরাও পাননি। সেইরকমই একটি মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। যেই রহস্য সমুদ্রের গভীরেই রয়েছে। এটা পৃথিবীর অজানা রহস্যগুলোর মধ্যে অন্যতম।
পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত এই গভীর গিরিখাতটিকে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান।
কোথায় অবস্থিত মারিয়ানা খাত?
মারিয়ানা খাত অবস্থিত পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্যে, মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে। এটি প্রায় ২,৫৫০ কিলোমিটার দীর্ঘ। এটির সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৯৮৪ মিটার (৩৬,০৩৭ ফুট) নিচে।
কীভাবে তৈরি হয়েছে মারিয়ানা খাত?
মারিয়ানা খাত তৈরি হয়েছে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে। বর্তমানে এই টেকটোনিক প্লেটের ব্যাপার সকলেই জানেন। এই টেকটোনিক প্লেটের মধ্যে ধাক্কা লাগার জন্য ভূমিকম্প হয় এবং অতীতে বিশ্বে একাধিক পরিবর্তন হয়েছে এই টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে। তারই একটি ফল মারিয়ানা খাত। শোনা যায়, যখন প্রশান্ত মহাসাগরীয় প্লেট ফিলিপাইন প্লেটের নিচে চলে যায়, তখন এই বিশাল গর্ত বা গিরিখাতের সৃষ্টি হয়। ভূতত্ত্ববিদরা এটিকে সাবডাকশন জ়োন বলেন।
মারিয়ানা খাতে কী থাকে?
এই গভীর গহ্বরে এমন সব প্রাণী বাস করে, যাদের আমরা সাধারণত দেখতে পাই না। যাদের মধ্যে রয়েছে
- অন্ধ মাছ
- বিশালাকার জেলিফিশ
- বায়োলুমিনেসেন্ট প্রাণী যারা নিজেরা আলো তৈরি করতে পারে
মারিয়ানা খাত এত গভীরে হওয়ায় এখানে চাপ এতটাই বেশি যে, সেখানে সাধারণ সাবমেরিনও যেতে পারে না। বিশেষ সাবমার্সিবল ব্যবহার করেই বিজ্ঞানীরা কয়েকবার এই গহ্বরে প্রবেশ করেছেন। তবে সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। কারণ জলের অতিরিক্ত চাপ।
যখন বিজ্ঞান ও রহস্য একসঙ্গে কাজ করে
২০১২ সালে পরিচালক জেমস ক্যামেরন একাই চ্যালেঞ্জার ডিপে যান এবং এমন কিছু জিনিস দেখেন যা পৃথিবীর অন্যতম আশ্চর্য। আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন এই অঞ্চল নিয়ে—সম্ভবত এখানেই লুকিয়ে আছে পৃথিবীর অজানা ইতিহাস ও ভবিষ্যতের সংকেত।
কথিত আছে, মারিয়ানা খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল যদি সূর্য কোনওদিন নিভে যায় তাহলে পৃথিবীতে ধীরে ধীরে প্রাণের অস্তিত্ব চলে যাবে। পৃথিবী বরফে ঢেকে যাবে। কিন্তু মারিয়ানা খাতের তলায় যে প্রাণীগুলো আছে তাতে তাদের কোনও সমস্যা হবে না। কারণ, খাতের তলায় যে লাভা রয়েছে, পৃথিবীর যে নিজস্ব তাপ সেই তাপ দিয়ে ওরা বেঁচে রয়েছে। আর এর গভীরতা এতটাই যে একটা আস্ত মাউন্ট এভারেস্ট কে গিলে নিতে পারে।
মারিয়ানা খাত কেবল গভীরতার দিক থেকেই নয়, রহস্যের দিক থেকেও পৃথিবীর সেরা গন্তব্য। এখানে লুকিয়ে থাকা অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা, অনেক রহস্য উন্মোচিত হয়নি। এ যেন প্রকৃতির এক চিরকালীন ধাঁধা, যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a ReplyCancel reply