গরমে হাঁসফাঁস অবস্থা। ক্যালেন্ডার অনুযায়ী, বর্ষা ঢুকে গেলেও বৃষ্টির দেখা নেই। কালে ভদ্রে বৃষ্টি হলেও সেটা পরিবেশ ঠান্ডা করার জন্য যথেষ্ট নয়। গরম আবহাওয়ার কারণে মাথাও গরম হচ্ছে সকলের। ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য একমাত্র ভরসা এসি। কিন্তু এই এসি কিনতে গিয়ে অনেকেই ভুল করে বসেন। দোকানে থাকা সেলস পার্সনের কথায় অনেকেই ভুল এসি কেনেন। এই প্রতিবেদনে জেনে নিন সঠিক এসি কী ভাবে কিনবেন।
এসি কেনার আগে কী কী মাথায় রাখবেন?
অনলাইন হোক বা অফলাইন যেখান থেকেই আপনি এসি কিনুন না কেন সেখানে একাধিক ব্র্যান্ড আছে। ভারতীয় থেকে বিদেশি, ব্র্যান্ডের সংখ্যা প্রচুর। কিছু বিষয় মাথায় রাখলে সহজেই আপনি ভালো এসি কিনতে পারবেন।
কী ভাবে ভালো এসি বাছবেন?
ঘরের আকার অনুযায়ী টন নির্বাচন করুন
ছোট ঘরের জন্য ১ টন, মাঝারি ঘরের জন্য দেড় টন এবং বড় ঘরের জন্য ২ টনের এসি উপযুক্ত।
কোন এসি ভালো হবে? ইনভার্টার না নন ইনভার্টার?
এক্ষেত্রে নির্ভর করবে আপনি কী চান তার উপর। ইনভার্টার এসি সারাইয়ের খরচ কম। এটার পার্টস আপনি খোলা বাজারে পাবেন। পাশাপাশি কোম্পানি স্বীকৃত এজেন্ট ছাড়াও বাইরের মেকানিকরা এই এসি সারাই করতে পারবেন। এতে আপনার খরচ অনেকটাই কমবে।
নন ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয় করে ও দীর্ঘস্থায়ী হয়। পাশাপাশি আধুনিক ফিচার থাকে এই নন ইনভার্টার এসিতে। যেমন AI, অটোমেটিক টেম্পারেচর ঠিক করা।
এনার্জি রেটিং দেখে নিন
৪ বা ৫ স্টার রেটিং থাকা এসি কম বিদ্যুৎ খরচ করে। তবে যত বেশি স্টার তত বেশি দাম। আপনি যদি দিনে গড়ে ৬-৮ ঘণ্টা এসি চালান, তা হলে থ্রি স্টার এসি ঠিক আছে। যদি আরও বেশি সময় চলে সেক্ষেত্রে ৪ বা ৫ স্টার।
ব্র্যান্ড ও ওয়ারেন্টি যাচাই করুন
ভালো সার্ভিস ও লম্বা সময়ের ওয়ারেন্টি দেওয়া ব্র্যান্ড বেছে নিন। পাশাপাশি দেখে নিন আপনি যেই লোকেশনে এসি লাগাচ্ছেন সেখানেই সেই সংস্থার সার্ভিস আছে কি না। সংস্থার বয়স দেখে কিনুন।
সঠিক তথ্য জেনে ভালো ব্র্যান্ডের এনার্জি-এফিশিয়েন্ট এসি কিনলে গরমে আরামে থাকা সম্ভব। আপনার ঘরের জন্য সঠিক এসি বেছে নিন, আর ঠান্ডা ও স্বস্তিতে থাকুন।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
Leave a ReplyCancel reply